গুগল ম্যাপ ভরসা করেই বিপদ! মধ্যরাতে অডি নিয়ে খাদে পড়লেন মহিলা

মুম্বই: প্রযুক্তির উপর পুরোপুরি নির্ভরশীলতা কখনও কখনও বিপজ্জনক হয়ে উঠতে পারে (Google Maps error leads Audi into ditch)। এমনই এক ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের নবি…

Google Maps error leads Audi into ditch.

মুম্বই: প্রযুক্তির উপর পুরোপুরি নির্ভরশীলতা কখনও কখনও বিপজ্জনক হয়ে উঠতে পারে (Google Maps error leads Audi into ditch)। এমনই এক ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের নবি মুম্বই। গুগল ম্যাপের নির্দেশ মেনে মাঝরাতে অডি গাড়ি চালিয়ে যাওয়ার পথে এক মহিলা গাড়ি নিয়ে পড়ে গেলেন একটি গভীর ডিচে। পরে মেরিন সিকিউরিটি টিমের সাহায্যে তাঁকে উদ্ধার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে, আনুমানিক ১টা নাগাদ। পুলিশ সূত্রে খবর, মহিলা চালক একা ছিলেন এবং গাড়ি চালিয়ে উলওয়ের দিকে যাচ্ছিলেন। তখনই গুগল ম্যাপের নির্দেশ অনুসরণ করে মূল সেতু না নিয়ে ভুল রাস্তায় চলে যান তিনি। সেই পথেই ছিল একটি খাদ, যাতে পড়ে যায় তাঁর অডি গাড়িটি।

   

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলাপুর থানার পুলিশ ও মেরিন সিকিউরিটি গার্ডরা। একটি বোটের সাহায্যে উদ্ধার করা হয় ওই মহিলাকে। সৌভাগ্যবশত, তিনি অক্ষত ছিলেন।

Advertisements

বেলাপুর থানার অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর নারায়ণ পালামপল্লে সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন, “শুক্রবার রাত ১টা নাগাদ খবর পাই যে একটি অডি গাড়ি বেলাপুরের ডিচে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের টিম, মেরিন সিকিউরিটি গার্ড ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়। বোটের সাহায্যে মহিলাকে উদ্ধার করা হয়। তিনি একাই ছিলেন গাড়িতে।”

এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখাল, প্রযুক্তি যতই আধুনিক হোক, একা গাড়ি চালানোর সময়ে সতর্কতা এবং সচেতনতা কখনওই হালকাভাবে নেওয়া যায় না। শুধু অ্যাপ নয়, বাস্তব পরিস্থিতি বুঝে নেওয়ার দায়িত্ব চালকেরও। নইলে গুগল ম্যাপের পথেই ঘটে যেতে পারে বড় বিপদ।