শিক্ষক-শিক্ষিকাদের BLO দায়িত্বে ছাড়ের দাবি সংসদের

কলকাতা: রাজ্যে আবারও পরীক্ষার মরসুম। সেপ্টেম্বর মাস থেকেই শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা। এমন সময়ে পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষক-শিক্ষিকাদের বুথ লেভেল অফিসার (BLO Duty) হিসেবে…

Teachers’ Key Demands for India’s 8th Pay Commission 2025

কলকাতা: রাজ্যে আবারও পরীক্ষার মরসুম। সেপ্টেম্বর মাস থেকেই শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা। এমন সময়ে পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষক-শিক্ষিকাদের বুথ লেভেল অফিসার (BLO Duty) হিসেবে নিযুক্ত করা নিয়ে উঠেছে প্রশ্ন। পরীক্ষার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে শিক্ষক-শিক্ষিকাদের BLO-র দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এক বিবৃতিতে বলেন, “পরীক্ষার আগে, পরে এবং পরীক্ষাকালীন সময়ে শিক্ষক শিক্ষিকাদের বুথ লেভেল অফিসার হিসেবে নিযুক্ত করা হলে তা পরীক্ষা পরিচালনার পক্ষে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে। প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী এই তৃতীয় সেমেস্টারে অংশগ্রহণ করবে। পরীক্ষার সুষ্ঠু এবং সঠিক ব্যবস্থাপনার জন্য বিপুল সংখ্যক পরীক্ষক ও সহকারী পরীক্ষকের প্রয়োজন।”

   

উল্লেখ্য, BLO দায়িত্বে রাজ্যের বিভিন্ন সরকারি কর্মচারী ছাড়াও শিক্ষক-শিক্ষিকাদের নিযুক্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে। BLO হিসেবে তাদের মূল দায়িত্ব হল ভোটার তালিকা সংশোধন, নতুন ভোটার অন্তর্ভুক্তি, এবং সংশ্লিষ্ট এলাকায় ভোট সংক্রান্ত তথ্য সংগ্রহ ও যাচাই করা।

কিন্তু শিক্ষা সংসদের দাবি, এই দায়িত্বপালনের সময় এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়কাল প্রায় একইসঙ্গে চলবে। ফলে শিক্ষক-শিক্ষিকাদের BLO দায়িত্ব পালনের জন্য বিদ্যালয়ে বা পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত থাকা পরীক্ষার গুণমান এবং শৃঙ্খলার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

চিরঞ্জীববাবু আরও বলেন, “আমরা সমস্ত জেলার জেলা শাসকদের চিঠি পাঠিয়ে অনুরোধ করেছি। যেন শিক্ষক-শিক্ষিকাদের BLO দায়িত্ব থেকে এই সময়ে অব্যাহতি দেওয়া হয়। এক্ষেত্রে শিক্ষা ও প্রশাসনের মধ্যে সমন্বয় থাকা অত্যন্ত জরুরি।”

Advertisements

শিক্ষক সংগঠনগুলিও বিষয়টি নিয়ে সরব হয়েছে। পশ্চিমবঙ্গ শিক্ষক পর্ষদ, শিক্ষক মহাসংঘ সহ একাধিক সংগঠন ইতিমধ্যেই সরকারের কাছে অনুরোধ জানিয়েছে, পরীক্ষার সময়কালে শিক্ষক-শিক্ষিকাদের শুধুমাত্র একাডেমিক কাজেই নিযুক্ত রাখা হোক।

পরীক্ষার চাপের মধ্যে প্রশাসনিক কাজের বোঝা চাপিয়ে দিলে তাতে শিক্ষার মান হ্রাস পেতে পারে বলেও মত শিক্ষাবিদদের। পরীক্ষার্থীদের মনঃসংযোগ এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই সময়ে বিদ্যালয়ভিত্তিক কাজই যেন অগ্রাধিকার পায়—এমনটাই মত রাজ্যের শিক্ষাজগতে যুক্ত বহু ব্যক্তিত্বের।

এই মুহূর্তে রাজ্যজুড়ে BLO নিয়োগ সংক্রান্ত কাজ চললেও শিক্ষা সংসদের এই আবেদনের পর নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর গোটা শিক্ষামহলের।