কলকাতা: সমাজমাধ্যমে ভাইরাল একটি বিতর্কিত ভিডিয়োকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে রাজ্যে। ওই ভিডিয়ো ঘিরে দাবি ওঠে, সেখানে নাকি দেখা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh video controversy)।
সম্প্রতি কয়েকটি ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিয়ো ঘুরপাক খেতে দেখা যায়। বিভিন্ন মাধ্যম থেকে দাবি করা হতে থাকে, ওই ভিডিয়োতে যে ব্যক্তি রয়েছেন তিনি দিলীপ ঘোষ। এই অভিযোগ সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ নিজে। ঘটনায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নিজের অভিযোগপত্রে দিলীপ ঘোষ লিখেছেন, “সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করা হয়েছে। রাজনৈতিকভাবে আমাকে বদনাম করতেই এই উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালানো হচ্ছে।” তাঁর আর্জি, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।
দিলীপ ঘোষের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি তাঁরা খুবই গুরুত্ব সহকারে দেখছেন এবং যেহেতু এটি নেতার ভাবমূর্তির উপর সরাসরি আঘাত, তাই প্রয়োজনে আইনি পথেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সাইবার শাখা। ভিডিয়োর উৎস, আপলোডার ও প্রচারকারীদের চিহ্নিত করার জন্য প্রযুক্তিগত বিশ্লেষণের কাজ চলছে।
রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে চর্চা শুরু হয়েছে। বিজেপি নেতার দাবি, তাঁকে বদনাম করতে চক্রান্ত হচ্ছে, তাতে রাজ্যের শাসকদলের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
ঘটনার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় যে আরও সতর্কতা এবং যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে, তা মনে করিয়ে দিচ্ছেন নেটিজেনদের একাংশ।