মাত্র ৩২ বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি (Veda Krishnamurthy)। এক সময় ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Cricket Team) মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার এবং দুর্দান্ত ফিল্ডার হিসেবে পরিচিত ছিলেন তিনি। ২০১৭ সালের একদিনের বিশ্বকাপ এবং ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের রানার্স আপ দলের সদস্য ছিলেন বেদা।
নিজের সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন বেদা কৃষ্ণমূর্তি। তিনি লেখেন, “আমি ছোট একটা শহরের মেয়ে হলেও বড় স্বপ্ন দেখতাম। কদুরের গলি থেকে উঠে এসে ভারতীয় দলের জার্সি পরতে পারা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। ক্রিকেট আমাকে দিয়েছে খুশি, ব্যথা, লক্ষ্য এবং পরিবার। আজ আমি ক্রিকেটকে বিদায় জানাচ্ছি, তবে এই খেলাকে নয়। আমার পরিবার, সতীর্থ, কোচ এবং সব বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞ আমি।”
দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন বেদা কৃষ্ণমূর্তি। যদিও তাঁর প্রতিভা এবং ক্রিকেটে অবদানের কথা আজও ভোলেনি ভারতীয় ক্রিকেট মহল। দেশের হয়ে তিনি খেলেছেন ৪৮টি ওয়ান ডে এবং ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ান ডে ফরম্যাটে তাঁর সংগ্রহ ৮২৯ রান, যেখানে রয়েছে ৮টি অর্ধশতরান। টি-টোয়েন্টিতে করেছেন ৮৭৫ রান, যার মধ্যে রয়েছে ২টি হাফসেঞ্চুরি।
বেদা ছিলেন এমন এক ব্যাটার, যিনি প্রয়োজনের সময় ঝড় তুলে দিতে পারতেন। মিডল অর্ডারে ব্যাট করে বহু ম্যাচে দলকে চাপ থেকে বের করে এনেছেন। অফস্পিনার হিসেবে মাঝেমধ্যে বলও করতেন। তবে তাঁর সবচেয়ে বড় অবদান ছিল ফিল্ডিংয়ে — ভারতীয় মহিলা দলে তিনি ছিলেন অন্যতম সেরা ফিল্ডার।
২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ছিল বেদার আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ। ঐতিহাসিক সেই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়ার মেলবোর্নে, আন্তর্জাতিক নারী দিবসে। প্রায় ৯০ হাজার দর্শকের সামনে খেলতে নেমেছিল ভারতীয় দল। যদিও ভারত সে ম্যাচে পরাজিত হয়, তবে ওই দিনটি আজও ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। আর সেটাই দেশের জার্সিতে বেদা কৃষ্ণমূর্তির শেষ ম্যাচ হয়ে দাঁড়ায়।
মিতালি রাজ, হরমনপ্রীত কৌর কিংবা স্মৃতি মান্ধানার মতো হয়তো বেদা কৃষ্ণমূর্তি অতটা ট্যালেন্টেড নন, কিন্তু তিনি ছিলেন ‘ইমপ্যাক্ট ক্রিকেটার’। ২০১৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে লর্ডসে তাঁর উপস্থিতি আজও স্মরণে রেখেছে ক্রিকেটপ্রেমীরা। ম্যাচের মোড় ঘোরাতে না পারলেও, সেই সময়ের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দলকে চালনায় রেখেছিলেন।
২০২৪ সালে উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) গুজরাট জায়ান্টসের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন বেদা। যদিও খুব একটা সফল হননি, তবে তরুণীদের সঙ্গে খেলার অভিজ্ঞতা তাঁকে সমৃদ্ধ করেছে বলেই জানান তিনি। বেদা কৃষ্ণমূর্তি তাঁর বার্তায় জানান, ক্রিকেট তাঁর কাছে শুধুই পেশা ছিল না, বরং একটি শিক্ষা। তিনি লেখেন, “ক্রিকেট আমাকে শিখিয়েছে আমি কে, এবং কীভাবে জীবনের প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়। এবার সময় এসেছে ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার। আমার দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে। আশা করি সেটা আরও ভালো হবে।”
From a small-town girl with big dreams to wearing the India jersey with pride.
Grateful for everything cricket gave me the lessons, the people, the memories.
It’s time to say goodbye to playing, but not to the game.
Always for India. Always for the team. 🇮🇳 pic.twitter.com/okRdjYuW2R— Veda Krishnamurthy (@vedakmurthy08) July 25, 2025
ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে বেদা কৃষ্ণমূর্তির নাম চিরস্মরণীয় হয়ে থাকবে একজন পরিশ্রমী, সংবেদনশীল এবং সাহসী ক্রিকেটার হিসেবে। হয়তো তিনি কোনও আইসিসি ট্রফি জেতেননি, কিন্তু যে উদাহরণ রেখে গেলেন — তা আগামী প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাবে।
Indian Cricket Team Veda Krishnamurthy Retirement from all type of Cricket During Manchester Test between India vs England