কলকাতা: বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন? এবার আর অসহায় বোধ করার দরকার নেই। কারণ, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ (West Bengal Police) চালু করেছে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর — ৯১৪৭৭২৭৬৬৬। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কেউ সমস্যায় পড়লে, তাঁরা কিংবা তাঁদের পরিবার এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।
রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা পাঠানো যাবে। নিজের নাম, ঠিকানা, ভিন রাজ্যের অবস্থান, সমস্যার ধরন — এই তথ্যগুলি উল্লেখ করে হোয়াটসঅ্যাপে পাঠালেই বিষয়টি রাজ্য পুলিশ যথাযথ বিভাগ ও সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দেখবে।
কেন এই উদ্যোগ?
গত কয়েক মাসে গুজরাট, হরিয়াণা, ওড়িশা, বিহার সহ একাধিক রাজ্যে বাংলা থেকে যাওয়া শ্রমিকদের সঙ্গে অপমানজনক আচরণ, বাংলাদেশি সন্দেহে আটক, এমনকি নির্যাতনের অভিযোগ উঠে এসেছে। এর জেরে উদ্বিগ্ন রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস বিষয়টি কেন্দ্র করে রাজনীতি গরম করছে।
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। ১৬ জুলাই এই বিষয়কে কেন্দ্র করে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অভিযোগ করেন, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, উত্তর দিনাজপুরের বহু শ্রমিককে হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে আটকানো হয়েছে।
রাজ্যের শাসক দলের মতে, এই ধরনের ঘটনা বাংলার মর্যাদায় আঘাত। এবং এর জেরে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে “বাংলা অস্মিতা”-কে সামনে রেখে রাজনীতি গড়ে তুলতে চাইছে তৃণমূল। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, চলতি মাস থেকেই বীরভূম থেকে শুরু হবে “বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষার আন্দোলন”।
অন্যদিকে বিজেপি বলছে, এই ধরনের অভিযোগ আসলে তৃণমূলের রাজনৈতিক চাল। বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই প্রশ্ন তুলছে তারা। রাজ্য পুলিশের এই উদ্যোগকে সোশ্যাল মিডিয়ায় সাধুবাদ জানিয়েছেন বহু নেটিজেন। অনেকেই লিখেছেন, অবশেষে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া প্রবাসী শ্রমিকদের পাশে দাঁড়াল রাজ্য। বিশেষত যাঁরা বিহার, গুজরাট, হরিয়ানা বা মহারাষ্ট্রে কাজ করেন, তাঁদের পরিবার অনেকটা নিশ্চিন্ত হতে পারছেন।
কীভাবে হোয়াটসঅ্যাপ করবেন?
এই নম্বরে (৯১৪৭৭২৭৬৬৬) শুধুমাত্র WhatsApp বার্তা পাঠানো যাবে
মেসেজে দিতে হবে: নাম, স্থায়ী ঠিকানা, বর্তমানে কোথায় রয়েছেন, কী সমস্যা হয়েছে
প্রয়োজনে ছবি বা ডকুমেন্টও সংযুক্ত করা যেতে পারে
এই হোয়াটসঅ্যাপ হেল্পলাইন চালু করে পশ্চিমবঙ্গ পুলিশ দেখিয়ে দিল, ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকরাও এখন আর একা নন। তাদের পাশে রয়েছে রাজ্য সরকার এবং পুলিশ। এই পদক্ষেপ বাংলা রাজনীতিতে যেমন প্রভাব ফেলবে, তেমনই নিরাপত্তার বার্তাও পৌঁছে দেবে বাংলার ঘরে ঘরে।