ক্রিকেট দুনিয়ায় ভারত (Indian Cricket Team) ও ইংল্যান্ডের (England) টেস্ট (Test) প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই উত্তেজনাপূর্ণ। সেই লড়াইয়ে ওপেনারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের ইতিহাসে অনেক ওপেনার ইংল্যান্ডের বিপক্ষে দারুণ সব ইনিংস খেলেছেন। এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের শীর্ষ পাঁচ ওপেনারের পারফরম্যান্স।
৫. মুরলি বিজয় – ৭৫৬ রান
তালিকার পঞ্চম স্থানে রয়েছেন প্রাক্তন ওপেনার মুরলি বিজয় (Murali Vijay)। ইংল্যান্ডের বিরুদ্ধে ১১টি টেস্টে ২১ ইনিংসে ব্যাট করে ৭৫৬ রান সংগ্রহ করেছেন তিনি। গড় ৩৬। এই সময়ে তিনটি শতরান ও দুটি অর্ধশতরান করেছেন। ২০১৪ সালের ইংল্যান্ড সফরে তাঁর ১৪৬ রানের ইনিংস এখনও স্মরণীয়।
৪. যশস্বী জয়সওয়াল – ১০০৩ রান
নতুন প্রজন্মের ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছেন। মাত্র ৯টি ম্যাচে (১৬ ইনিংস) ৬৬.৮৬ গড়ে ১০০৩ রান করে ফেলেছেন। এর মধ্যে রয়েছে তিনটি শতরান ও পাঁচটি অর্ধশতরান। এই ফর্ম বজায় রাখলে তালিকায় আরও উপরে ওঠা শুধু সময়ের অপেক্ষা।
৩. রোহিত শর্মা – ১১১৩ রান
তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ১৩টি টেস্টে ২৪ ইনিংসে ৫০.৫৯ গড়ে ১১১৩ রান করেছেন তিনি। চারটি শতরান ও চারটি অর্ধশতরান রয়েছে তাঁর নামের পাশে। ইংল্যান্ডের বিরুদ্ধে উপযুক্ত পরিস্থিতিতে খেলে দলকে বারবার ভরসা দিয়েছেন হিটম্যান।
২. কে এল রাহুল – ১২৫১ রান
দ্বিতীয় স্থানে আছেন স্টাইলিশ ব্যাটার কে এল রাহুল। ১৫টি ম্যাচে ২৭ ইনিংসে ৪৬.৩৩ গড়ে করেছেন ১২৫১ রান। পাঁচটি শতরান ও দুটি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। ইংল্যান্ডের মাটিতে ২০১৮ সালে করা ১৪৯ রানের ইনিংস তাঁর অন্যতম সেরা পারফরম্যান্স।
১. সুনীল গাভাসকার – ২৪৮৩ রান
তালিকার শীর্ষে রয়েছেন কিংবদন্তি সুনীল গাভাসকার। ৩৭টি ম্যাচে ৬৬ ইনিংসে ৩৮.২০ গড়ে ২৪৮৩ রান করেছেন তিনি। চারটি শতরান ও ১৬টি অর্ধশতরান তাঁর ব্যাট থেকে এসেছে। ১৯৭৯ সালে ওভালে তাঁর ২২১ রানের ইনিংস আজও টেস্ট ইতিহাসের অন্যতম সেরা।
রাহুল ও জয়সওয়ালের উত্থান অব্যাহত
যেভাবে ফর্মে রয়েছেন যশস্বী ও রাহুল, তাতে আগামী দিনে তাঁরা গাভাসকারের রেকর্ডের আরও কাছাকাছি চলে আসবেন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশেষত যশস্বী এখনই ৯ ম্যাচেই হাজার পার করে ফেলেছেন, যা ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় ওপেনারদের মধ্যে প্রতিযোগিতা এখন চরমে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভবিষ্যতের টেস্টগুলোতে কে কতদূর যেতে পারেন, সেটাই দেখার অপেক্ষা।
Top 5 openers of Indian Cricket Team with most Test Runs against England