কলকাতায় পৌঁছালেন পাঞ্জাব এফসির প্রাক্তন গোল মেশিন, খেলবেন এই ক্লাবের হয়ে

নতুন মরসুম শুরুর আগে ফের বড়সড় চমক নিয়ে এলো সদ্য আই-লিগে উন্নীত হওয়া ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। প্রথমবারের জন্য ডুরান্ড কাপে (Durand Cup…

Diamond Harbour FC has announced the signing of Slovenian midfielder Luka Majcen ahead match of Durand Cup 2025

নতুন মরসুম শুরুর আগে ফের বড়সড় চমক নিয়ে এলো সদ্য আই-লিগে উন্নীত হওয়া ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। প্রথমবারের জন্য ডুরান্ড কাপে (Durand Cup 2025) অভিষেক হবে তাদের। ২৮ জুলাই মহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কিবু ভিকুনার দল। ক্লাবের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, স্লোভেনিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মাজসেন (Luka Majcen) তাদের নতুন সদস্য হিসেবে যোগ দিচ্ছেন। ৩৬ বছর বয়সী এই ফুটবলারের আগমন নিঃসন্দেহে ডায়মন্ড হারবারের পক্ষে এক মাইলফলক মুহূর্ত।

লুকা মাজসেন ভারতের ফুটবলপ্রেমীদের কাছে নতুন কোনো নাম নয়। ২০২২ সালে গোকুলাম কেরালার হয়ে সংক্ষিপ্ত সময় খেলার পর তিনি পাঞ্জাব এফসিতে যোগ দেন এবং সেখানে টানা দুই মরসুম খেলেছেন। তার নেতৃত্বে ২০২২-২৩ সিজনে পাঞ্জাব এফসি আই-লিগ জয় করে এবং প্রথম দল হিসেবে আইএসএলে উন্নীত হয়। ওই মরসুমেই মাজসেন ২০ ম্যাচে ১৬ গোল ও ৩ অ্যাসিস্ট করে জেতেন ‘গোল্ডেন বুট’ ও ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ খেতাব।

   

আইএসএলে দু’বছরে তার মোট ২৩টি গোল সংযুক্তি ছিল, যা তার পারফরম্যান্সের ধারাবাহিকতারই প্রমাণ। এবার সেই অভিজ্ঞতা নিয়ে তিনি পা রাখলেন আই-লিগে নবাগত ডায়মন্ড হারবার এফসিতে। ডায়মন্ড হারবার এফসি সামাজিক মাধ্যমে পোস্ট করে লেখে, “এক বিশেষ ঘোষণা: লুকা মাজসেনকে ডায়মন্ড হারবার এফসির পরিবারে স্বাগত। আমরা আশাবাদী, আমাদের ক্লাবের জার্সিতে তিনি আবারও আলো ছড়াবেন।”

Advertisements

ডায়মন্ড হারবার এফসি ২০২৪ মরসুমে আই-লিগ ২ জয় করে প্রথমবার আই-লিগে পা রেখেছে। এই ক্লাব চতুর্থ কলকাতাভিত্তিক দল হিসেবে আই-লিগে খেলবে, এর আগে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং এই কৃতিত্ব অর্জন করেছিল। যদিও এদের সবাই এখন আইএসএলে পা রেখেছে।

লুকা মাজসেনের মতো আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলারের আগমন ডায়মন্ড হারবারের জন্য যেমন গর্বের বিষয়, তেমনি দলকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একদিকে যেমন তার গোল করার দক্ষতা, তেমনি মাঠে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও দলের তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করবে।

ডায়মন্ড হারবার এফসির কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট আশাবাদী, লুকার অভিজ্ঞতা ও মাঠের পারফরম্যান্স আগামী মরসুমে দলের সাফল্যে বড় ভূমিকা রাখবে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে লুকাকে পরিচয় করানো হবে সমর্থকদের সামনে। ফলে আসন্ন সিজনে ডায়মন্ড হারবার এফসির হয়ে মাঠে নামবেন এক ইউরোপীয় অভিজ্ঞতার অধিকারী তারকা, যার উপস্থিতিতে বাংলার ফুটবলপ্রেমীরা আরও একবার জেগে উঠবে, এই আশা করাই যায়।