নিম্নচাপের মধ্যেই ডার্বি ঘিরে উত্তেজনার পারদ চড়ছে কল্যাণীতে! এগিয়ে কে?

নিম্নচাপের প্রভাবে লাগাতার বৃষ্টি। আর তারই মাঝে শনিবার কল্যাণীর স্টেডিয়ামে হতে চলেছে মরসুমের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। কলকাতা লিগের ডার্বি (Kolkata Derby)। প্রথমবার কল্যাণী শহরে ঘরোয়া…

Kolkata Derby in CFL 2025 East Bengal face off against Mohun Bagan SG

নিম্নচাপের প্রভাবে লাগাতার বৃষ্টি। আর তারই মাঝে শনিবার কল্যাণীর স্টেডিয়ামে হতে চলেছে মরসুমের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। কলকাতা লিগের ডার্বি (Kolkata Derby)। প্রথমবার কল্যাণী শহরে ঘরোয়া লিগে (CFL 2025) মুখোমুখি ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan SG)। তাই আবহাওয়ার মতোই উদ্বেগে আয়োজক সংস্থা আইএফএ-সহ স্থানীয় প্রশাসন। তবে সব প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামার জন্য তৈরি দুই প্রধানই।

প্রথমবার কল্যাণীতে ডার্বি হওয়ায় বাড়তি প্রস্তুতি নিয়েছে আয়োজকরা। দশ হাজার টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। তৈরি হয়েছে ফ্যান পার্ক, ফুড কোর্ট, সন্ধ্যার পর থাকবে লেজার শো। দর্শকদের জন্য পর্যাপ্ত পানীয় জল ও মেডিক্যাল ইউনিটেরও ব্যবস্থা করা হয়েছে। এক হাজার পুলিস মোতায়েন থাকবে স্টেডিয়ামে। এত বড় আয়োজনের মাঝে বৃষ্টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

   

মোহনবাগান এখনও পর্যন্ত ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে। অপরাজিত ডেগি কার্ডোজোর দল শেষ চার ম্যাচে তিনটি জয় ও একটি ড্র করেছে। অন্যদিকে, ইস্টবেঙ্গল চার ম্যাচে মাত্র ৫ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘এ’র অষ্টম স্থানে। শেষ তিন ম্যাচে জয়হীন লাল-হলুদের কাছে এই ডার্বি মর্যাদার লড়াই তো বটেই, সুপার সিক্সে জায়গা করে নেওয়ারও শেষ সুযোগ।

ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে দুই কোচের মুখেই ছিল আত্মবিশ্বাস ও সতর্কতার সুর। মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো বলেন,
“আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। তরুণ ও অভিজ্ঞ ফুটবলারের সংমিশ্রণে আমরা আত্মবিশ্বাসী। কিয়ান নাসিরি, দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাটদের মতো অভিজ্ঞ ফুটবলার আমাদের প্লাস পয়েন্ট।”

অন্যদিকে, চাপে থাকা ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ জানিয়েছেন, “ডার্বি একটা যুদ্ধ। এখানে হার মানে সব শেষ। জয় ছাড়া আর কিছু ভাবছি না। সমর্থকদের কথা মাথায় রেখেই মাঠে নামবে ছেলেরা।” বিনো আরও বলেন, “শেষ কয়েকটি ম্যাচে পারফরম্যান্স যেমনই হোক, ডার্বিতে নতুন করে শুরু করতে হবে। সিনিয়র স্কোয়াড থেকে ছ’জন ফুটবলার দলে আনা হয়েছে। এডমুন্ড, ডেভিড, দেবজিৎ, মার্তণ্ড রায়না, রামসাঙ্গা ও মার্ক জোথানপুইয়ার ওপর আমাদের বড় ভরসা।”

Advertisements

মোহনবাগান দলে আক্রমণ ভাগে রয়েছেন কিয়ান নাসিরি ও সালাউদ্দিন, যারা উইং থেকে ইস্টবেঙ্গলের দুর্বল রক্ষণকে চাপে ফেলতে পারেন। মাঝমাঠে অবশ্য কিছুটা সমস্যা রয়েছে। সন্দীপ মালিক ও মার্শাল কিস্কুর মতো তুলনামূলক অনভিজ্ঞ ফুটবলাররা কীভাবে চাপ সামলান, সেটাই দেখার।

ইস্টবেঙ্গলের সমস্যা রক্ষণে। চার ম্যাচে পাঁচটি গোল খাওয়া দলকে সামলাতে হবে মোহনবাগানের আক্রমণ। তবে এডমুন্ড, ডেভিড ও জেসিনের আক্রমণত্রয়ী ঘুরে দাঁড়াতে মরিয়া। এডমুন্ড লেফট উইংয়ে, ডেভিড উইথড্রন স্ট্রাইকার হিসেবে খেলবেন বলে জানা গিয়েছে।

ম্যাচ শুরু হবে বিকেল ৫.৩০ মিনিটে, সরাসরি সম্প্রচার এসএসইন অ্যাপে। তাই মাঠে যেতে না পারলেও মোবাইলেই ডার্বির উত্তেজনা উপভোগ করা যাবে। আয়োজকরা নিশ্চিত করতে চাইছেন, দর্শকদের অভিজ্ঞতা যেন স্মরণীয় হয়। তবে প্রবল বৃষ্টির সম্ভাবনায় মাঠের খেলার চেয়ে বাইরে থাকা আবহাওয়া ও পরিস্থিতি কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন।

Kolkata Derby in CFL 2025 East Bengal face off against Mohun Bagan SG