বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের বাংলাদেশি বলে হেমস্থা ও আটকে রাখার ঘটনা বাড়ছে। অনেকক্ষেত্রে লাঞ্ছনার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে তীব্র রাজনৈতিক বিতর্ক। ভিন রাজ্যে কর্মরত বাঙালিদের ( পশ্চিমবঙ্গের বাসিন্দা) জন্য এবার পশ্চিমবঙ্গ পুলিশের হেল্পলাইন চালু হলো।
পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। এতে মেসেজ পাঠিয়ে তথ্য সংগ্রহ করা যাবে।
ফেসবুক পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, “বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া নাগরিকরা যদি কোনও ধরনের সমস্যায় পড়েন, তাঁদের বা তাঁদের পরিবারের কাছে আমাদের আবেদন, সঙ্গে সঙ্গে আপনার স্থানীয় থানায় জানান। জেলার কন্ট্রোল রুমেও জানাতে পারেন। এ ছাড়া, পরিবারগুলির সুবিধার্থে আমরা চালু করছি একটি হেল্পলাইন। যার নম্বর হল 9147727666 । এই নম্বরে শুধু হোয়াটস্যাপ করা যাবে। মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এখানে দিতে পারেন, নিজের নাম-ঠিকানাসহ। প্রতিটি তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
ভিন রাজ্যে থাকা পশ্চিমবঙ্গের আধার-ভোটারকার্ডধারী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে চিহ্নিত করার প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, আগামী ২৭ জুলাই বীরভূমের নানুরে শহিদ দিবসের দিন থেকে বাংলা ভাষার উপর সন্ত্রাসের প্রতিবাদ শুরু হবে। বোলপুরে থেকে বাংলা ভাষা ও বাঙালি রক্ষার স্বার্থে পদযাত্রা করবেন মমতা।