হায়দরাবাদ: প্রবল বৃষ্টির জেরে জলে ডুবে গিয়েছিল কাঁচা রাস্তা। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। সেই পরিস্থিতিতেই কোমরজলে ভেসে, গর্ভবতী এক মহিলাকে কাঁধে তুলে নিয়ে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে হাসপাতালে পৌঁছে দিলেন পরিবার ও স্থানীয় বাসিন্দারা (Telangana Pregnant Woman Rescue)। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মুলুগু জেলার তাদভাই ব্লকের অন্তর্গত আলিগুডেম গ্রামে।
বুধবার বিকেলে প্রসববেদনা শুরু হয় ওই গর্ভবতী মহিলার। কিন্তু গ্রামের সঙ্গে সংযুক্ত বোল্লেপল্লি যাওয়ার একমাত্র কাঁচা রাস্তাটি টানা বৃষ্টিতে ভেসে গিয়েছিল। রাস্তা জলের নীচে। স্থানীয়রা জানান, কোনও গাড়ি তো দূরের কথা, বাইকও চালানো যাচ্ছিল না।
অবশেষে গ্রামের কয়েকজন যুবক কোমরজলের মধ্যে দিয়ে মহিলাকে কাঁধে তুলে পার করান। প্রায় আধঘণ্টার এই যাত্রা শেষে তাঁরা পৌঁছন বোল্লেপল্লির পাকা রাস্তায়। সেখান থেকে ১০৮ অ্যাম্বুল্যান্সে করে মহিলাকে মুলুগু জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, মা ও গর্ভস্থ সন্তানের অবস্থা স্থিতিশীল।
জেলার স্বাস্থ্য আধিকারিকরা জানান, টানা বর্ষণে জেলায় একাধিক জায়গায় এই ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন জরুরি পরিষেবা চালু রাখতে বিকল্প রাস্তা খুঁজছে।
প্রসঙ্গত, এরকমই আর একটি ঘটনা ঘটে মে মাসে অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলায়। সেখানে রাস্তা না থাকায় এক আদিবাসী মহিলাকে কাপড়ে জড়িয়ে খুঁটির সঙ্গে বেঁধে গ্রামবাসীরা পাহাড়ি রাস্তা দিয়ে হাতে বয়ে নিয়ে যান। মাঝপথেই জন্ম নেয় কন্যাসন্তান।