Dev-girlfriend Rukmini: অভিনেতা দেব-বান্ধবী রুক্মিণীর কামড়ে মৃত্যু কুকুরের

চলচ্চিত্র জগতের খ্যাতনামা শিল্পী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) সকলেরই চেনা। যার এরও বড় পরিচয় হচ্ছে তিনি অভিনেতা এবং সাংসদ দীপক অধিকারীর প্রেমিকা। দেবের সঙ্গে রুক্মিণীর…

Actor Dev-girlfriend Rukmini

short-samachar

চলচ্চিত্র জগতের খ্যাতনামা শিল্পী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) সকলেরই চেনা। যার এরও বড় পরিচয় হচ্ছে তিনি অভিনেতা এবং সাংসদ দীপক অধিকারীর প্রেমিকা। দেবের সঙ্গে রুক্মিণীর সম্পর্কও অনেক দিনের। সেই রুক্মিণী নাকি কামড়ে দিয়েছিলেন একটি কুকুরকে। সেই ঘটনার সপ্তাহ দুই পরে মৃত্যু হয় ওই সারমেয়টির।

   

ঘটনাটি প্রায় ১০ বছর আগের। ২০১৭ সালে একটি টেলিভিশনের অনুষ্ঠানে এসে ওই চাঞ্চল্যকর স্বীকারোক্তি করেছিলেন রুক্মিণী। তখন সেই ঘটনার চার বছর হয়ে গিয়েছে। টক শো অনুষ্ঠানে নানাবিধ কথার প্রসঙ্গে উঠে আসে সেই কুকুরকে কামড়ে দেওয়ার কথা। আর তখনও প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। যা নিজেই বিস্তারিত জানিয়েছিলেন রুক্মিণী।

দেবের প্রেমিকা জানিয়েছিলেন যে পারিবারিক সম্পর্কিত একজনের বাড়িতে গিয়েছিলেন রুক্মিণী। তখন ৎিনি কলেজ পড়ুয়া। বাবা-মায়ের সঙ্গেই গিয়েছিলেন ওই পরিজনের বাড়িতে। সেই বাড়িটিতে একটি সুবিশাল কুকুর ছিল। যেটি অ্যালসেসিয়ান এবং পাহাড়ি কুকুরের জীনের মিশ্রণে জন্ম নিয়েছিল। তার নাম ছিল বক্সি। খুব মিশুকে স্বভাবের হলেও ওই কুকুরটি রুক্মিণীকে দেখে চিৎকার করছিল।

শুরু থেকেই ওই সারমেয়টিকে ভয় পেয়েছিলেন রুক্মিণী। তাই দূরত্ব বজায় রেখে চলছিলেন। কিছুক্ষণ পরে ওই বাড়ির একটি জানালার সঙ্গে চেন দিয়ে বেঁধে রাখা হয় কুকুরটিকে। কিন্তু সেই বাঁধন ছিঁড়ে রুক্মিণীকে লক্ষ্য করে এগিয়ে আসে ওই সারমেয়। রুক্মিণী মৈত্রের বর্ণনা অনুসারে, গায়ের উপরে উঠে যায় বক্সি। বেসামআল অবস্থায় পড়ে গিয়েছিলেন অভিনেত্রী। গায়ের উপরে উঠে হাঁ করতে শুরু করেছিল বক্সি।

https://www.facebook.com/sanagg01/videos/653655725595583/

সেই মুহূর্তটি খুব স্বাভাবিকভাবেই বেশ ভয়ানক ছিল। কিন্তু বক্সি কিছু করে ওঠার আগেই পালটা প্রত্যাঘাত হেনেছিলেন রুক্মিণী মৈত্র। নিজেকে বাঁচাতে ওই কুকুরটিকেই কামড়ে দিয়েছিলেন তিনি। সেই ঘটনার ১৫ দিন পরে সারমেয়টির মালিক ফোন করে রুক্মিণীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সেই সঙ্গে জানিয়ে দেন যে তাঁদের সারমেয় অর্থাৎ বক্সি মারা গিয়েছে।

<

p style=”text-align: justify;”>এই ঘটনা শোনার পরে স্বাভাবিকভাবেই হাসির রোল ওঠে ওই অনুষ্ঠানের মঞ্চে। সম্পূর্ণ বক্তব্য মুখে হাসি নিয়েই বলে গিয়েছিলেন রুক্মিণী মৈত্র। অনুষ্ঠানের সঞ্চালোক শ্বাশ্ত চট্টোপাধ্যায় অবাক হলেও হাসি চেপে রাখতে পারেননি। ওই অনুষ্ঠানে রুক্মিণীর সঙ্গে হাজির ছিলেন প্রেমিক দেব। তাঁকে অবশ্য সাবধানে থাকার বার্তা দিয়েছেন সঞ্চালক শ্বাশত।