এফসি গোয়ার এই ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল আইজল

একটা সময় সর্বভারতীয় ক্লাব ফুটবল টুর্নামেন্টে যথেষ্ট শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল আইজল (Aizawl FC)। তাঁদের পারফরম্যান্সের সামনে একটা সময় নাস্তানাবুদ হতে হত কলকাতা ময়দানের…

Aizawl FC Extends Contract with Laltlanzova from FC Goa to Strengthen Attack

একটা সময় সর্বভারতীয় ক্লাব ফুটবল টুর্নামেন্টে যথেষ্ট শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল আইজল (Aizawl FC)। তাঁদের পারফরম্যান্সের সামনে একটা সময় নাস্তানাবুদ হতে হত কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলকে। তবে সময়ের সাথে সাথেই বদলেছে পরিস্থিতি। বর্তমানে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে অংশ নিয়ে আসছে দুই প্রধান। এমনকি বছর কয়েক আগে সকলকে টেক্কা দিয়ে আইলিগ চ্যাম্পিয়ন হয়েই আইএসএলে খেলার ছাড়পত্র সংগ্রহ করে নিয়েছিল মহামেডান। যা নিঃসন্দেহে বিরাট বড় পাওনা ছিল সকলের কাছেই।

সেই ধারা বজায় রেখেই নিজেদের সেরাটা দিয়ে আইলিগ চ্যাম্পিয়ন হয়ে প্রথম ডিভিশন ফুটবল লিগের ছাড়পত্র পাওয়াই এখন অন্যতম লক্ষ্য সকলের। তা মাথায় রেখেই দল গঠন করে আসছে প্রত‌্যেকটি ক্লাব। সেক্ষেত্রে কখনোই খুব একটা পিছিয়ে ছিল না আইজল এফসি‌। দল গঠনের ক্ষেত্রে প্রত্যেকবারই বড়সড় চমক রেখে আসছে এই দল। তবে আগের আইলিগ মরসুমটা একেবারেই ভালো যায়নি আইজল এফসির। প্রথম লেগে লড়াকু পারফরম্যান্স করলেও সময় এগোনোর সাথে সাথেই পিছিয়ে পড়তে শুরু করেছিল মিজোরামের এই ফুটবল দল।

   

এক্ষেত্রে উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগাতে মরিয়া ছিল ম্যানেজমেন্ট। বিশেষ করে দলের রক্ষণভাগ মজবুত করার দিকেই বাড়তি নজর ছিল তাঁদের। সেই মর্মে আইএসএলের ক্লাব গুলির ফুটবলারদের দিকে বাড়তি নজর ছিল আইজল দলের।সেই পরিকল্পনা অনুযায়ী নতুন ফুটবলারদের দলে যুক্ত করা হলেও পারফরম্যান্সের খুব একটা বদল হয়নি। শেষ পর্যন্ত দশ নম্বরেই শেষ করেছিল আইজল এফসি। ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। কিন্তু সেইসব এখন অতীত। নতুন মরসুমে‌ দলের সাফল্য সুনিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য ম্যানেজমেন্টের।

Advertisements

তাই গত কয়েক মাসে চুক্তি বাড়ানো হয়েছিল দলের একাধিক ফুটবলারদের সঙ্গে। যাদের মধ্যে ছিলেন জোমুয়ানসাঙ্গার মতো ফুটবলার। যাদের সক্রিয়তা নিঃসন্দেহে অনেকটাই অ্যাডভান্টেজ দিতে পারে দলকে। কিন্তু সেখানেই শেষ নয়। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন লাল্টলানজোভা। ওরফে জোজোয়া। পূর্বে এফসি গোয়া থেকে লোন ডিলে তাঁকে দলে টেনেছিল আইলিগের এই ফুটবল ক্লাব। এবার তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়ে আপফ্রন্টকে আরও শক্তিশালী করে তুলল আইজল।