কলকাতা ময়দানের দুই প্রধানের হয়ে খেলা এই ফুটবলারকে দলে নিল জামশেদপুর

ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপে (Durand Cup 2025) লড়াইয়ের আগে দলকে আরও শক্তিশালী করল জামশেদপুর এফসি (Jamshedpur FC। অভিজ্ঞ ফরোয়ার্ড ভিপি সুহের (VP Suhair)…

Jamshedpur FC Bolster Squad with VP Suhair and Praful Kumar for Durand Cup 2025 Challenge

ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপে (Durand Cup 2025) লড়াইয়ের আগে দলকে আরও শক্তিশালী করল জামশেদপুর এফসি (Jamshedpur FC। অভিজ্ঞ ফরোয়ার্ড ভিপি সুহের (VP Suhair) এবং উদীয়মান সেন্টার-ব্যাক প্রফুল কুমারকে (Praful Kumar) দলে অন্তর্ভুক্ত করে নতুন মরসুম শুরুর আগে বড় লক্ষ্যের বার্তা দিল ক্লাব।

৩২ বছর বয়সী ভিপি সুহের ভারতের ঘরোয়া ফুটবলে এক পরিচিত মুখ। ইস্টবেঙ্গল, গোয়াকুলাম কেরালা, নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৯ সালে গোয়াকুলামের হয়ে ডুরান্ড কাপ জয়ের স্বাদ পেয়েছিলেন এই মালাবার তারকা।

   

জামশেদপুর এফসিতে যোগ দিয়ে সুহের বলেন, “আমার জীবনের একটা বড় সুযোগ ও আশীর্বাদ। জামশেদপুর এফসির জার্সি গায়ে দিতে পারা গর্বের বিষয়। আমি আমার সর্বস্ব দেব এই দলের জন্য, কঠোর পরিশ্রম করব এবং এই মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করব।”

সুহেরের অন্যতম বৈশিষ্ট্য তাঁর বহুমুখীতা। তিনি যেমন ‘নম্বর ১০’ জার্সি পরে খেলতে পারেন, তেমনি উইং ও ফরোয়ার্ড লাইনেও সমান কার্যকর। তাঁর সরাসরি খেলার ধরণ ও বল ছাড়াই কার্যকরী মুভমেন্ট জামশেদপুরের আক্রমণে নতুন মাত্রা যোগ করবে বলেই মত বিশেষজ্ঞদের।

অন্যদিকে, ২২ বছর বয়সী প্রফুল কুমার ভি, চেন্নাইয়িন এফসি থেকে জামশেদপুরে এসেছেন। ভারতীয় ফুটবলের তৃণমূল স্তর থেকে উঠে আসা এই ডিফেন্ডার খেলেছেন ইন্ডিয়ান অ্যারোজ, কেরালা ব্লাস্টার্স রিজার্ভস, ইউনাইটেড এসসি, এফসি বেঙ্গালুরু ইউনাইটেড এবং স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর মতো ক্লাবে।

Advertisements

প্রফুল বলেন, “আমি খুব রোমাঞ্চিত জামশেদপুর এফসির অংশ হতে পেরে। এই ক্লাবের একটা শক্তিশালী ফুটবল পরিচয় রয়েছে, অসাধারণ সমর্থক এবং এমন এক সংস্কৃতি যা প্রতিদিন সেরাটা দাবি করে। আমি ব্যাজের জন্য লড়াই করতে এসেছি, সতীর্থদের সাহায্য করতে এসেছি, মাঠে এবং মাঠের বাইরে নিজের সেরা পারফরম্যান্স দিতে এসেছি।”

প্রধান কোচ খালিদ জামিলের অধীনে জামশেদপুর এফসি এবার ডুরান্ড কাপকে ঘিরে তৈরি করছে একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সংমিশ্রণে দলকে শক্তিশালী করাই লক্ষ্য। নতুন মরসুমের আগে এই প্রতিযোগিতা দলের কম্বিনেশন এবং গভীরতা যাচাইয়ের সুযোগ এনে দিচ্ছে।

ডুরান্ড কাপের গ্রুপ পর্বে জামশেদপুর এফসি তাদের সব ম্যাচ খেলবে ঘরের মাঠ জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে। ২৪ জুলাই প্রথম ম্যাচে মুখোমুখি হবে ত্রিভুবন আর্মি এফটির, এরপর ২৯ জুলাই খেলবে ইন্ডিয়ান আর্মি বিরুদ্ধে, এবং ৮ আগস্ট গ্রুপের শেষ ম্যাচ খেলবে লাদাখ এফসির বিপক্ষে।

Jamshedpur FC Bolster Squad with VP Suhair and Praful Kumar for Durand Cup 2025 Challenge