ম্যানচেস্টার টেস্ট না ‘রেইন টেস্ট’? ভারতের মরণ-বাঁচন লড়াইয়ে অশনি সংকেত বরুণ দেবের

ভারত ও ইংল্যান্ডের (India vs England) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ পৌঁছে গেছে রোমাঞ্চকর চূড়ান্ত পর্যায়ে। ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট, ভেন্যু ম্যানচেস্টারের…

India vs England 4th Test: Manchester Weather Threatens Crucial Match with Rain Forecast for Old Trafford

ভারত ও ইংল্যান্ডের (India vs England) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ পৌঁছে গেছে রোমাঞ্চকর চূড়ান্ত পর্যায়ে। ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট, ভেন্যু ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড। ভারতের জন্য এই ম্যাচ কার্যত মরণবাঁচন জিততেই হবে। কারণ নইলে সিরিজ খুইয়ে বসতে হবে। আর ইংল্যান্ডের জন্য সুযোগ, এই ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই ঘরে তুলতে পারবে সিরিজের ট্রফি। এমন এক উত্তেজনাকর লড়াইয়ের প্রাক্কালে প্রশ্ন উঠছে, ‘তাহলে কি খেলা শেষমেশ নির্ধারিত হবে আবহাওয়ার হাতে?’

পাঁচ দিনের আবহাওয়া আশঙ্কার ইঙ্গিত
লন্ডনের আবহাওয়া দফতর ও আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা পূর্বাভাস অনুযায়ী, ম্যাঞ্চেস্টারের আগামী পাঁচ দিনই কমবেশি বৃষ্টির ছায়ায় ঢাকা থাকতে পারে। ইতিমধ্যেই মঙ্গলবার শহরে হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সেই ধারা চলতে পারে সপ্তাহ জুড়ে।

   

২৩ জুলাই, বুধবার – প্রথম দিন:
টেস্টের প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। দুপুরের দিকেও কয়েক দফা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস।

২৪ জুলাই, বৃহস্পতিবার – দ্বিতীয় দিন:
এই দিন পরিস্থিতি আরও খারাপ। বৃষ্টির সম্ভাবনা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮৫ শতাংশে। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে দ্বিতীয় দিনের খেলা প্রায় নিশ্চিত ভাবেই বিঘ্নিত হবে। সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি, সর্বনিম্ন ১২ ডিগ্রি।

২৫ জুলাই, শুক্রবার – তৃতীয় দিন:
তুলনামূলকভাবে স্বস্তির দিন। বৃষ্টির সম্ভাবনা মাত্র ৭ শতাংশ। তবে আকাশ থাকবে মেঘলা। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ১৩ থেকে ২২ ডিগ্রির মধ্যে।

২৬ জুলাই, শনিবার – চতুর্থ দিন:
আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। বৃষ্টির সম্ভাবনা ১০ শতাংশের আশেপাশে। অর্থাৎ প্রায় পুরো সময় খেলার সম্ভাবনা আছে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বল সিমারদের জন্য সহায়ক হবে।

Advertisements

২৭ জুলাই, রবিবার – পঞ্চম দিন:
শেষ দিনের খেলা নিয়েও রয়েছে সংশয়। দুপুরের পর মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা ৪০ থেকে ৫৮ শতাংশের মধ্যে ওঠানামা করতে পারে। ফলে ফলাফল নির্ধারণে বাধা হতে পারে আবহাওয়া।

পিচ রিপোর্ট:
ওল্ড ট্র্যাফোর্ডের পিচ সাধারণত পেসারদের সহায়তা করে। টেস্টের শুরুর দিকে পিচে ভালো বাউন্স ও সিম মুভমেন্ট পাওয়া যায়। তবে খেলা যত গড়াবে, ততই বল টার্ন করতে শুরু করবে। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ দিনে স্পিনাররা ম্যাচে প্রভাব ফেলতে পারেন। কুলদীপ যাদবের মতো রিস্ট স্পিনার তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন ম্যাচের দ্বিতীয়ার্ধে।

তবে পিচ কেমন আচরণ করবে, তা অনেকটাই নির্ভর করবে আবহাওয়ার উপর। বারবার বৃষ্টিপাত হলে পিচ স্যাঁতসেঁতে হয়ে পড়বে, যেটা পেসারদের জন্য বাড়তি সুবিধা এনে দিতে পারে। আবার অতিরিক্ত আর্দ্রতায় পিচ দ্রুত ভেঙে যেতে পারে, ফলে অসমান বাউন্স তৈরি হতে পারে।

বৃষ্টি ভাসিয়ে দেবে ভারতের আশা?
সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। চতুর্থ টেস্ট জিততে না পারলে সিরিজ জয়ের সম্ভাবনা থাকবে না, বরং ওভালে শেষ টেস্ট জিতলেও সিরিজ শেষ হবে ২-২ ফলে। ফলে ম্যাঞ্চেস্টার টেস্ট ভারতের কাছে একপ্রকার ফাইনাল। অন্যদিকে ইংল্যান্ড চাইবে এখানেই কাজ শেষ করে সিরিজ নিশ্চিত করতে।

কিন্তু এমন আবহাওয়ায় পাঁচ দিনের পূর্ণাঙ্গ খেলা হওয়া নিয়ে উঠছে বড় প্রশ্ন। বৃষ্টিতে যদি একাধিক সেশন নষ্ট হয়, তাহলে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে সিরিজ জয়ের স্বপ্ন শেষ হয়ে যাবে টিম ইন্ডিয়ার। এর আগেও ম্যানচেস্টারে বহু ম্যাচে আবহাওয়ার জন্য ফলাফল নির্ধারিত হয়নি।