চোট-আঘাতে বিধ্বস্ত ভারতীয় শিবির নিয়ে স্বস্তির বার্তা অধিনায়ক গিলের

চতুর্থ টেস্ট ( Manchester Test) শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট দল (India)। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এই টেস্ট ম্যাচের ঠিক আগেই ছিটকে গিয়েছেন…

Injury hit India lose Akash Deep where Shubman Gill said Rishabh Pant return as Wicketkeeper against England in Manchester Test

চতুর্থ টেস্ট ( Manchester Test) শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট দল (India)। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এই টেস্ট ম্যাচের ঠিক আগেই ছিটকে গিয়েছেন পেস বোলার আকাশদীপ (Akash Deep)। টানা চোট-আঘাতের কারণে ভেঙে পড়ছে ভারতীয় শিবিরের ভারসাম্য। তবে এই অস্থির পরিস্থিতির মাঝেই আশার আলো দেখাচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি চোট কাটিয়ে অবশেষে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরছেন বলেই জানিয়েছেন অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। ফলত চতুর্থ টেস্টে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব সামলাবেন পন্থই।

বাংলার জোরে বোলার আকাশদীপ দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে ১০ উইকেট নিয়ে ভারতের জয়ে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। চোট পাওয়া জসপ্রীত বুমরাহর পরিবর্ত হিসেবে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছিলেন তিনি। টানা দুটি টেস্টে খেলেন আকাশদীপ, কিন্তু তৃতীয় টেস্টে চোট পান তিনি। সেই চোট এখনও পুরোপুরি সেরে না ওঠায় চতুর্থ টেস্ট থেকে বাদ পড়তে হল তাঁকে।

   

চতুর্থ টেস্টের আগে অধিনায়ক শুভমন গিল নিজেই সংবাদমাধ্যমে আকাশদীপের অনুপস্থিতির কথা নিশ্চিত করেছেন। তিনটি টেস্টের মধ্যে ইতিমধ্যেই ভারতের তিন ক্রিকেটার চোটের কবলে পড়েছেন অর্শদীপ সিংহ, নীতীশ কুমার রেড্ডি এবং আকাশদীপ। এদের মধ্যে আকাশদীপের না থাকা বোলিং বিভাগের ভারসাম্যে বড় ধাক্কা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

চোটে জর্জরিত ভারতীয় শিবিরে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন হরিয়ানার তরুণ জোরে বোলার অংশুল কম্বোজ। বুধবার শুরু হতে চলা চতুর্থ টেস্টে তাঁর টেস্ট অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি খেললে বুমরাহ ও মহম্মদ সিরাজের সঙ্গে তিন জোরে বোলারের মধ্যে তিনি হবেন তৃতীয় পছন্দ। বিকল্প হিসেবে থাকছেন প্রসিদ্ধ কৃষ্ণও, যিনি সিরিজের প্রথম দুটি টেস্টে দলে ছিলেন।

ম্যাঞ্চেস্টারের পিচ দেখে বুধবার সকালে চূড়ান্ত একাদশ ঘোষণা করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে এখনই প্রায় নিশ্চিত বলা যায়, আগের ম্যাচের থেকে অন্তত দু’টি পরিবর্তন দেখা যাবে একাদশে। চোট পাওয়া আকাশদীপ ও নীতীশের জায়গায় আসতে পারেন অংশুল কম্বোজ ও সাই সুদর্শন।

Advertisements

এই কঠিন সময়ে একমাত্র স্বস্তির খবরে ভরসা রাখছে ভারতীয় শিবির ঋষভ পন্থের প্রত্যাবর্তন। চোট কাটিয়ে দলে ফিরেই উইকেটরক্ষকের দায়িত্ব নিতে চলেছেন তিনি। মঙ্গলবার পূর্ণ অনুশীলন করেন পন্থ। ফিল্ডিং অনুশীলনে উইকেটের পিছনে দেখা যায় তাঁকে। ব্যাট হাতেও আত্মবিশ্বাসী লেগেছে।

স্লিপে দাঁড়িয়েছিলেন করুণ নায়ার, লোকেশ রাহুল, শুভমন গিল ও সাই সুদর্শন। সবমিলিয়ে ভারতীয় দলের ফিল্ডিং ইউনিট যথেষ্ট প্রস্তুত বলেই মনে হয়েছে। চতুর্থ টেস্টে পন্থের থাকা ব্যাটিং অর্ডারে যেমন ভারসাম্য আনবে, তেমনই অভিজ্ঞতা ও আক্রমণাত্মক মনোভাব ফিরিয়ে আনবে দলে।

অবশ্য পরিস্থিতি একেবারেই সহজ নয় ভারতের জন্য। পাঁচ টেস্টের সিরিজে ইতিমধ্যেই ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে দল। ইংল্যান্ড নিজেদের মাটিতে আত্মবিশ্বাসে টগবগ করছে। তার মধ্যে একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দলের গভীরতা পরীক্ষা দেওয়ার সময় এখন।

Shubman Gill said Rishabh Pant return as Wicketkeeper against England in Manchester Test