২৩ জুলাই ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে (Manchester Test) ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সিরিজে ২-১ ফলে পিছিয়ে থাকা ভারতীয় শিবিরের কাছে এটি কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই দল নির্বাচনের দোটানায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। একের পর এক পেসার চোটের জন্য ছিটকে যাওয়ায় নতুন করে আক্রমণ সাজানোই এখন সবচেয়ে বড় মাথাব্যথা হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)।
আকাশ দীপ ও আর্শদীপের ছিটকে যাওয়া বড় ধাক্কা
চোটের কারণে চতুর্থ টেস্টে মাঠে নামতে পারছেন না দুই গুরুত্বপূর্ণ পেসার আকাশ দীপ ও আর্শদীপ সিং। এজবাস্টনে নজরকাড়া পারফর্ম্যান্স করে দশ উইকেট নেওয়া আকাশ দীপ কোমরের চোটে ভুগছেন। লর্ডসে খেলার সময় বারবার তাঁকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে, হাঁটাচলাও ছিল স্বাভাবিক নয়। সূত্রের খবর, ম্যাঞ্চেস্টার টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
অন্যদিকে, অনুশীলনের সময় বোলিং আর্মে গভীর চোট পেয়ে ছিটকে গিয়েছেন আর্শদীপ সিং। বাঁ হাতে গভীর ক্ষত তৈরি হওয়ায় তাঁর হাতে সেলাই লেগেছে। ফলে তিনিও ম্যাঞ্চেস্টার টেস্টে নেই বলেই ধরে নেওয়া হচ্ছে।
ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভুলে মাঠে নামতেই হবে বুমরাহকে
সিরিজের শুরুতেই জসপ্রীত বুমরাহ জানিয়েছিলেন, তিনি পাঁচটি নয়, সর্বোচ্চ তিনটি টেস্ট খেলতে চান। লিডসে খেলার পর বিশ্রামে ছিলেন এজবাস্টনে, আবার ফিরেছিলেন লর্ডসে। চতুর্থ টেস্টে তাঁর ফের বিশ্রামের সম্ভাবনা ছিল, তবে আকাশ দীপ ও আর্শদীপ ছিটকে যাওয়ায় সেই সম্ভাবনা কার্যত উড়ে গিয়েছে। সিরিজে টিকে থাকতে হলে এখন বুমরাহকেই নেতৃত্ব দিতে হবে পেস আক্রমণে।
কে হবেন তৃতীয় পেসার?
দলের দ্বিতীয় ফ্রন্টলাইন পেসার হিসেবে নিশ্চিতভাবে থাকছেন মহম্মদ সিরাজ। কিন্তু তৃতীয় পেসার নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দলে থাকা প্রসিদ্ধ কৃষ্ণা ও শার্দুল ঠাকুর কেউই সদ্য ফর্মে নেই। শার্দুলের অভিজ্ঞতা রয়েছে বটে, কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স প্রশ্ন তুলছে তাঁর জায়গা পাওয়া নিয়ে। প্রসিদ্ধের গতি থাকলেও ধারাবাহিকতা অনুপস্থিত। ফলে টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ।
অংশুল কম্বোজকে ডেকে পাঠাল বিসিসিআই
পেস আক্রমণে ঘাটতি সামাল দিতে তড়িঘড়ি বিকল্প হিসেবে ডেকে পাঠানো হয়েছে হরিয়ানার পেসার অংশুল কম্বোজকে (Anshul Kamboj)। রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফর্মার অংশুল আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নজর কাড়েন। সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ‘ভারত-এ’ দলের হয়ে বেসরকারী টেস্ট সিরিজেও তিনি পারফর্ম করেন। তবে অভিজ্ঞতার অভাব ও গুরুত্বপূর্ণ ম্যাচে অভিষেকের ঝুঁকি বিবেচনা করে ম্যাঞ্চেস্টারে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম।
ব্যাটিং অর্ডারেও চোটের ছায়া
চোট শুধুই পেস বিভাগে নয়, ব্যাটিং অর্ডারেও প্রভাব ফেলেছে। উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ এখনও পুরোপুরি ফিট নন। লর্ডস টেস্টে বাঁ হাতের আঙুলে আঘাত পেয়েছিলেন তিনি। যদিও ব্যাট করেছিলেন, তবে কিপিং করেননি। ম্যাঞ্চেস্টারে তাঁকে ব্যাটার হিসেবে খেলানো হতে পারে, উইকেটের পেছনে দাঁড়াবেন ধ্রুব জুরেল। কিন্তু একাদশে জুরেলকে জায়গা দিতে হলে একজন ব্যাটার বা অলরাউন্ডারকে বাদ দিতেই হবে, যা ব্যালান্সে বড় প্রভাব ফেলতে পারে।
টিম কম্বিনেশন নিয়ে গম্ভীরের দোটানা
চতুর্থ টেস্টের আগে গম্ভীরের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, কীভাবে ভারসাম্য বজায় রেখে একাদশ সাজানো যাবে। একদিকে রয়েছে অভিজ্ঞদের উপর ভরসা রাখার চাপ, অন্যদিকে রয়েছে তরুণদের ওপর ভরসা করে ঝুঁকি নেওয়ার বাস্তবতা। বোলিং বিভাগে পেসারদের অভাব মেটাতে স্পিনারদের ওপর বেশি দায়িত্ব চাপতে পারে। সেক্ষেত্রে চতুর্থ টেস্টের একাদশে সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব।
সব মিলিয়ে চোটের কারণে কোণঠাসা ভারতীয় শিবিরে এখন শেষ ভরসা অভিজ্ঞতার ওপর। জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা মতো অভিজ্ঞরা যদি নিজেদের সেরাটা দিতে পারেন, তবেই সম্ভব ইংল্যান্ডের মাটিতে সিরিজে সমতা ফেরানো। না হলে আবারও বিদেশ সফরে ‘কাছে গিয়েও না-পাওয়া’র হতাশা ঘিরে ধরবে ক্রিকেটপাগল ভারতীয় সমর্থকদের।
Pacer Anshul Kamboj added as injury cover in the Indian Cricket Team Squad ahead Manchester Test against England