জোসে মোলিনার তত্ত্বাবধানে সফলভাবে গত মরসুম শেষ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। সিজনের প্রথম টুর্নামেন্টের ফাইনালে পরাজিত হতে হলেও সেখান থেকেই শিক্ষা নিয়েছিল ময়দানের এই প্রধান। যার প্রভাব দেখা গিয়েছিল দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলে। প্রথম ম্যাচে এগিয়ে থেকে ও আটকে যেতে হলেও পরবর্তীতে অনায়াসেই জয়ের সরণিতে ফিরেছিল মেরিনার্সরা। পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে নয়া ইতিহাস সৃষ্টি করেছিল দিমিত্রি পেত্রাতোসরা। এক মরসুমেই লিগ শিল্ডের পাশাপাশি লিগ কাপ জয় করেছিল মোহনবাগান।
দলের এমন পারফরম্যান্স নিয়ে ব্যাপক উচ্ছাস দেখা গিয়েছিল সমর্থকদের মধ্যে। যারফলে গতবারের মতো এবারও আন্তর্জাতিক মঞ্চে খেলতে দেখা যাবে সবুজ-মেরুন ফুটবলারদের। তাই সবদিক মাথায় রেখেই এবার নিজেদের প্রস্তুত করতে শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে গতবারের দলের থেকে যে খুব একটা বদল হবে না সেটা ভালো মতোই জানা সকলের। যারফলে এবার ও মাঝমাঠে ঝড় তুলতে দেখা যাবে সাহাল আব্দুল সামাদকে (Sahal Abdul Samad)। উল্লেখ্য, গত সিজনে দলের জার্সিতে আইএসএলে খেলে ছিলেন প্রায় ১৭টি ম্যাচ। যার মধ্যে ১টি গোল ও ছিল বছর আঠাশের এই ফুটবলারের।

এমনকি সুপার কাপে ও একটি গোল করেছিলেন এই ফুটবলার। তাঁর পারফরম্যান্স নিঃসন্দেহে খুশি করেছিল বাগান কোচকে। যারফলে নতুন সিজনে ও তাঁর উপরেই ভরসা রাখছেন বাগানের স্প্যানিশ বস। সব ঠিকঠাক থাকলে আগামী ২৫ শে জুলাইয়ের মধ্যেই শহরে এসে পড়বেন দলের অধিকাংশ ফুটবলাররা। ঠিক তার পরেরদিন আগামী ২৬শে জুলাই থেকে শুরু হতে পারে প্রি-সিজন। তারপর সব ঠিকঠাক থাকলে আগামী ১লা আগস্টের মধ্যেই শহরে চলে আসতে পারেন সবুজ-মেরুনের সকল বিদেশি ফুটবলাররা।
তবে এসবের মাঝেই নিজের মতো করে রিকভারি সেশন সারতে দেখা যায় এই ফুটবলারকে। যেখানে আইস বাথের মধ্যে সময় কাটানোর ছবি ও আপলোড করেন নিজের স্ট্যাটাসে। যা নিঃসন্দেহে মন জয় করেছে সকলের। বলা যেতে পারে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার আগে নিজেকে সম্পূর্ণ ফিট করে নিতে চাইছেন জাতীয় দলের এই ফুটবলার।