২১ এ জুলাই তৃণমূলের শহীদ দিবস (Dilip Ghosh)। সবার নজর থাকবে তৃণমূলের শহীদ মঞ্চের দিকে। তেমনই দিলীপ ঘোষের আগামীকালের কার্যকলাপের দিকেও রাজনৈতিক মহলের আগ্রহ থাকবে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মহলের আলোচনার অঙ্গ হিসেবে উঠে এসেছেন দিলীপ ঘোষ। দিঘার জগন্নাথ মন্দিরের সস্ত্রীক উপস্থিত থাকা থেকে শুরু হয়েছিল এই জল্পনা কল্পনা। একাধিকবার একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি যা করেছেন ঠিক করেছেন। ধর্ম সবার কারোর ব্যাক্তিগত সম্পত্তি নয়।
সেই ঘটনার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দু দিলীপ। বঙ্গ বিজেপি তাকে একঘরে করেছে। অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী কারোর জনসভাতেই ডাক পাননি দিলীপ। দিলীপ ঘোষ নিজেই তারপর বহুবার বলেছেন বিজেপির কোনো কোনো নতুন দলবদলু নেতা তাকে তৃণমূলে পাঠিয়ে দিতে চায়। সম্প্রতি দিলীপ দিল্লিতে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি যে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেছে। বৈঠকের বিস্তারিত প্রকাশ না করলেও তিনি বলেছেন অনেক গল্প হয়েছে।
২১ এ জুলাই দিলীপের অবস্থান নিয়েও ছিল জল্পনা। এই জল্পনা তিনি নিজেই উস্কে দিয়েছিলেন।কেউ কেউ তার কথায় মনে করেছিলেন তিনি বুঝি এবার সত্যিই তৃণমূলের শহীদ দিবসে উপস্থিত থাকবেন। দিলীপ নিজেও রহস্য জিইয়ে রেখে বলেছিলেন কোনো না কোনো মঞ্চে তাকে দেখা যাবে।
আজ সন্ধ্যায় তিনি সংবাদিকদের সামনেই সেই রহস্য উন্মোচন করলেন। কাল দিলীপের নিজস্ব সভা হবে খড়্গপুরে। ভোট পরবর্তী হিংসায় প্রাণ হারানো বিজেপি কর্মীদের স্মরণ করে দিলীপ তার নিজের সভা করবেন খড়্গপুরে।
সাংবাদিক দের মুখোমুখি হয়ে তিনি বলেন আগামীকাল ২১ এ জুলাই কেদারনাথ মন্দির, গিরি ময়দানের ১৮ নম্বর ওয়ার্ডে হবে তার নিজস্ব শহীদ সভা। তিনি বলেন আমি বলেছিলাম কোনো মঞ্চে নিশ্চই থাকব। খড়্গপুর আমার নিজের জায়গা আগামীকাল সেখানেই হবে শহীদ সভা।
ভোট পরবর্তী হিংসায় ২৫০ জন বিজেপি কর্মী প্রাণ হারিয়েছিলেন। ঘর ছাড়া হয়েছিলেন লক্ষাধিক। সেই শহীদ দের স্মরণে কাল এই শহীদ সভার বার্তা ঘোষণা করলেন বাংলায় বিজেপির একনিষ্ট সংগঠক দিলীপ ঘোষ।
আসছে নয়া আয়কর আইনের খসড়া রিপোর্ট, সোমবার লোকসভায় উত্থাপন
তবে কালকের দিন অনেক বড় হতে চলেছে। একদিকে যেমন তৃণমূলের শহিদ সমাবেশ। তেমনি বিজেপির উত্তর কন্যা অভিযান। আবার দলে কোনঠাসা হয়ে যাওয়া দিলীপ ঘোষের শহীদ স্মরণের অনুষ্ঠান ও থাকবে আগামীকাল। তার সঙ্গে বঙ্গবাসীর নজর থাকবে তৃণমূল, বিজেপি না দিলীপ কার সভায় নামবে মানুষের ঢল।