কবে থেকে মিলবে লাল-হলুদের অফলাইন টিকিট? জানুন

দিনকয়েক অপেক্ষা। তারপর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে চলেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের (Durand Cup 2025) প্রথম ম্যাচ। যেদিকে নজর রয়েছে দেশের সকল ফুটবলপ্রেমী মানুষদের। সূচি…

East Bengal FC Durand Cup 2025: Offline Ticket Availability and Redemption Details for Salt Lake Stadium Matches

দিনকয়েক অপেক্ষা। তারপর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে চলেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের (Durand Cup 2025) প্রথম ম্যাচ। যেদিকে নজর রয়েছে দেশের সকল ফুটবলপ্রেমী মানুষদের। সূচি অনুযায়ী আগামী ২৩শে জুলাইয়ের বিকেলে প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাব। সূচি প্রকাশের পর থেকেই এই ম্যাচের টিকিট সংগ্রহ করা নিয়ে নানা কৌতুহল তৈরি হয়েছিল সমর্থকদের মধ্যে। তবে গত শুক্রবার সন্ধ্যায় সেই নিয়ে বিশেষ বিবৃতি জারি করেছিল ডুরান্ড কমিটি।

সেই অনুযায়ী এবার ও অনলাইনে টিকিট বুকিং করতে পারছেন সমর্থকরা। তবে শুধুমাত্র এই একটি ম্যাচ। টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচের অনলাইন টিকিট সংগ্ৰহ করা যাবে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে। সেইকথা ঘোষণা হওয়ার পর থেকেই ঝড়ের বেগে বিকোতে শুরু করেছিল দুই প্রধানের টিকিট। আসলে নতুন মরসুমের শুরু থেকেই দলকে সমর্থন করতে মাঠে আসতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা। উল্লেখ্য, এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল মশাল ব্রিগেড। বর্তমানে দলের সঙ্গে যুক্ত হয়েছেন অধিকাংশ ফুটবলার।

   
East Bengal FC Durand Cup 2025: Offline Ticket Availability and Redemption Details for Salt Lake Stadium Matches
East Bengal FC Durand Cup 2025: Offline Ticket Availability and Redemption Details for Salt Lake Stadium Matches

রবিবার ভোর রাতেই শহরে এসে পৌঁছে ছিলেন ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরা। এছাড়াও রবিবার সকলে শহরে চলে আসেন সাউল ক্রেসপো। গত সিজনে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও এবার নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ এই তারকার। এছাড়াও প্যালেস্টাইনের তারকা ফুটবলার মহম্মদ রশিদ এবং গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকসের উপরেই ভরসা রাখছেন সমর্থকরা। তবে অনলাইন প্লাটফর্মে টিকিট বুকিং করার পাশাপাশি এবার অফলাইন টিকিট বিক্রি ও অনলাইন টিকিট রিডিম করা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল লাল-হলুদ ব্রিগেড।

Advertisements

সেই অনুযায়ী আগামী ২২ জুলাই এবং ২৩ শে জুলাই সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাব টেন্ট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। সেইসাথে। আগামী ২১ এবং ২২শে জুলাই টিকিট সংগ্রহ করা যাবে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস থেকে। পাশাপাশি অনলাইন টিকিট রিডমের সুবিধা থাকছে সমর্থকদের জন্য।