ভারত-পাক সম্পর্কের রাজনৈতিক উত্তেজনার আবহে ফের একবার ক্রিকেট মাঠে মুখোমুখি হচ্ছে দুই দেশের (India vs Pakistan) তারকা ক্রিকেটাররা। কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই এবার ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’ (WCL 2025) মঞ্চে যুবরাজ সিংয়ের ‘ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স’ (India) ও শাহিদ আফ্রিদির ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’ দল (Pakistan) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। আগামী ২০ জুলাই, রবিবার বার্মিংহামের এজবাস্টনে হবে এই হাইভোল্টেজ ম্যাচ।
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। সেটা আন্তর্জাতিক পর্যায়ের হোক বা প্রাক্তন তারকাদের নিয়ে আয়োজিত কোনো প্রদর্শনীমূলক টুর্নামেন্ট—উন্মাদনা কিন্তু এক রকম। এবারে WCL দ্বিতীয় সংস্করণে অংশ নিচ্ছে ৬টি দেশ—ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
এই টুর্নামেন্ট চলবে ১৮ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে আয়োজক ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ও পাকিস্তান চ্যাম্পিয়ন্স। এরপরই ২০ জুলাই ভারতের সঙ্গে হবে পাকিস্তানের ম্যাচ, যেটিকে ঘিরে ইতিমধ্যেই জমে উঠেছে উত্তেজনা।
ভারতীয় দলের ঝলমলে তারকা বাহিনী
ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দলের অধিনায়কত্বে থাকছেন বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং। দলে রয়েছেন একঝাঁক নামজাদা তারকা। শিখর ধাওয়ান, সুরেশ রায়না, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, আম্বাতি রায়ডু, রবিন উথাপ্পা, হরভজন সিং, স্টুয়ার্ট বিন্নি, গুরকিরত সিং মান, পীযূষ চাওলা, সিদ্ধার্থ কল, অভিমন্যু মিঠুন, বরুণ অ্যারন এবং বিনয় কুমার।
পাকিস্তানের নেতৃত্বে আফ্রিদি, সঙ্গে অভিজ্ঞদের বাহিনী
অন্যদিকে, পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের অধিনায়ক হিসেবে থাকছেন ‘বুম বুম’ শাহিদ আফ্রিদি। দলে রয়েছেন মিসবাহ-উল-হক, শোয়েব মালিক, আব্দুল রাজ্জাক, কামরান আকমল, সঈদ আজমল, সোহেল তনভির এবং ওয়াহাব রিয়াজের মতো অভিজ্ঞ প্রাক্তনরা। এই দলও ভারতীয় দলের মতোই ভারসাম্যপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিতে প্রস্তুত।
আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেও ক্রিকেটের সৌহার্দ্য বার্তা
পহেলগাঁও হামলার ঘটনার পর এই প্রথমবার ভারত ও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা একে অপরের বিরুদ্ধে খেলতে নামছেন। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক যতই অবনতির দিকে এগোক, মাঠে ক্রিকেটারদের সৌহার্দ্য কিন্তু অন্য বার্তা দেয়। অতীতে বহুবার দেখা গিয়েছে, সীমান্তে উত্তেজনা থাকলেও ক্রিকেট মাঠে ভারত-পাক ম্যাচেই বন্ধুত্ব ও খেলাধুলার এক আলাদা ছবি উঠে এসেছে।
এবারের WCL লিগে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে থাকছেন এবি ডিভিলিয়ার্স। দলে রয়েছেন হাশিম আমলা, জেপি ডুমিনি, ক্রিস মরিস, অ্যালবি মর্কেল ও ইমরান তাহির। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবেন ক্রিস গেইল (অধিনায়ক), ডোয়েন ব্রাভো ও কাইরন পোলার্ড। অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে থাকবেন ব্রেট লি। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যানের দলে রয়েছেন অ্যালেস্টার কুক, মইন আলির মতো তারকা।
ইংল্যান্ডে অনুষ্ঠিত এই WCL লিগ শুধু ক্রিকেট নয়, প্রবাসী ভারতীয় ও পাকিস্তানিদের কাছেও এক বিশাল উৎসব। এজবাস্টন স্টেডিয়ামে ভারত-পাক ম্যাচে উপচে পড়া ভিড়, ঢোল-তাশার আওয়াজ, পতাকা হাতে নেচে গাওয়া—সব মিলিয়ে এক রঙিন আবহ তৈরি হতে চলেছে।
WCL 2025 ভারত বনাম পাকিস্তান ম্যাচ সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, ভারতের দর্শকদের জন্য।
India vs Pakistan in WCL 2025 will be televised live on the Star Sports Network in India