ভরা বর্ষায় শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সেমেস্টার ৩, প্রশ্নপত্র সুরক্ষিত রাখতে বিশেষ পদক্ষেপ সংসদের

কলকাতা: চলতি বছরের উচ্চ মাধ্যমিকের (West Bengal HS) তৃতীয় সেমেস্টার পরীক্ষা শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর থেকে। এই সময় ভরা বর্ষা হওয়ায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে বন্যা…

Govt Proposes Unified Exam Board for Secondary, Higher Secondary in 7 States

কলকাতা: চলতি বছরের উচ্চ মাধ্যমিকের (West Bengal HS) তৃতীয় সেমেস্টার পরীক্ষা শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর থেকে। এই সময় ভরা বর্ষা হওয়ায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় পরীক্ষার প্রশ্নপত্র ও ওএমআর শিট যাতে জলের সংস্পর্শে নষ্ট না হয়, সে জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিশেষ ‘ওয়াটারপ্রুফ প্যাকিং’-এর ব্যবস্থা করছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘আমরা চাই প্রশ্নপত্র এবং ওএমআর শিট সম্পূর্ণ সুরক্ষিত থাকুক। বর্ষার কারণে কোনও প্রশ্নপত্র নষ্ট হলে তার বড় প্রভাব পড়বে পরীক্ষার্থীদের উপর। তাই এই বছর জলরোধী পদ্ধতিতে প্যাকিং করা হচ্ছে।’’

   

তৃতীয় ও চতুর্থ সেমেস্টার একত্রে মূল্যায়নের ফলে সেমেস্টার ৩-এর গুরুত্ব অনেকটাই বেড়েছে। এবারের পরীক্ষার দিনক্ষণ ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওই সময় বর্ষা প্রবল থাকবে রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গে ১০ জুন এবং উত্তরবঙ্গে ৬ জুনের মধ্যে বর্ষা প্রবেশ করে। সাধারণত অক্টোবরের মাঝামাঝি বর্ষা বিদায় নেয়।

এই পরিস্থিতিকে মাথায় রেখে শিক্ষা সংসদ ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রশাসনিক স্তরে বৈঠক শুরু করেছে। হাওড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তরবঙ্গের কিছু জেলা যেগুলি প্রায়ই বন্যা কবলিত হয়, সেখানে পরীক্ষাকেন্দ্র নিরাপদ স্থানে স্থানান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

হাওড়া জেলায় অনুষ্ঠিত এক বৈঠকে শিক্ষা সংসদের সঙ্গে জেলা শাসক, জেলা স্কুল পরিদর্শকসহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরীক্ষাকেন্দ্র এমন জায়গায় করতে হবে যেখানে অতীতে কোনও বন্যার ইতিহাস নেই। তবু শেষ মুহূর্তে পরিস্থিতি খারাপ হলে কেন্দ্র বদলের সিদ্ধান্ত নেওয়া হবে, তবে তার জন্য শিক্ষা সংসদের অনুমতি আবশ্যক।

পরীক্ষার্থীদের যাতে দীর্ঘ পথ অতিক্রম করে কেন্দ্রে আসতে না হয়, সেই বিষয়েও গুরুত্ব দিচ্ছে শিক্ষা সংসদ। বন্যা কবলিত এলাকাগুলিতে আগাম ত্রাণ শিবিরে পরীক্ষার্থীদের রাখার ব্যবস্থাও করা হচ্ছে।

শুধু জল নয়, বর্ষাকালে জঙ্গল সংলগ্ন এলাকায় বন্যপ্রাণীর আনাগোনাও বেড়ে যায়। সেকারণে বন দফতরকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে শিক্ষা সংসদ। পরীক্ষার্থীদের যাতায়াত এবং নিরাপত্তা যাতে কোনও ভাবেই ব্যাহত না হয়, সেই দিকেও জোর দেওয়া হচ্ছে।

শিক্ষা সংসদের এক কর্তা জানিয়েছেন, “সেপ্টেম্বর মাসেই পরীক্ষা করাতেই হবে। তা না হলে চতুর্থ সেমেস্টার এবং উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল প্রকাশে দেরি হবে।”

নির্ধারিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী,

08.09.25 সোমবার প্রথম ভাষা

09.09.25 মঙ্গলবার ভোকেশনাল বিষয়

10.09.25 বুধবার দ্বিতীয় ভাষা

Advertisements

11.09.25 বৃহস্পতিবার অর্থনীতি, অ্যান্থ্রোপলজি, সায়েন্স অব ওয়েলবিং, অ্যাপ্লায়েড আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স

12.09.25 শুক্রবার ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি

13.09.25 শনিবার কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, হেল্থ এন্ড ফিজিক্যাল এডুকেশন এবং ভিস্যুয়াল আর্ট, মিউজিক

15.09.25 সোমবার স্ট্যাটিসটিকস, সাইকোলজি, কমার্শিয়াল ল’ এন্ড প্রিলিমিনারিজ অব অডিটিং, ইতিহাস

16.09.25 মঙ্গলবার কেমিস্ট্রি, ভুগোল, হিউম্যান ডেভলপমেন্ট এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ

18.09.25 বৃহস্পতিবার ফিলোজফি

19.09.25 শুক্রবার অঙ্ক, অ্যাগ্রিকালচার, জার্নালিজ়ম এন্ড মাস কমিউনিকেশন, পার্সিয়ান, আরবি, সংস্কৃত

20.09.25 শনিবার সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স, ডেটা সায়েন্স, সোশিওলজি

22.09.25 সোমবার বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং এন্ড ট্যাক্সেশন

এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রাজ্য সরকার ও শিক্ষা সংসদ একযোগে কাজ করছে। পরীক্ষার্থীদের উদ্বিগ্ন না হয়ে প্রস্তুতিতে মনোনিবেশ করতে অনুরোধ করেছে শিক্ষা সংসদ।