দুর্গাপুর থেকে বাংলায় সাত প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

দুর্গাপুর: বৃহস্পতিবার দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম থেকে পশ্চিমবঙ্গের জন্য সাতটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও গ্যাস সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi in Durgapur)। কেন্দ্রের…

narendra modi in Durgapur

দুর্গাপুর: বৃহস্পতিবার দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম থেকে পশ্চিমবঙ্গের জন্য সাতটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও গ্যাস সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi in Durgapur)। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পগুলি রাজ্যের শিল্পোন্নয়ন এবং কর্মসংস্থানের দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

প্রধান প্রকল্পগুলির মধ্যে রয়েছে-

সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্প (সিডিজি): বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)-এর মাধ্যমে চালু হচ্ছে সিডিজি প্রকল্প। বরাদ্দ: ১,৯৫০ কোটি টাকা।

   

দুর্গাপুর-কলকাতা গ্যাস পাইপলাইন (১৩২ কিমি): ‘উরজা গঙ্গা’ প্রকল্পের অংশ হিসেবে এই পাইপলাইন পরিকাঠামো নির্মাণ হবে। এর মাধ্যমে শিল্প ও গৃহস্থালি স্তরে প্রাকৃতিক গ্যাস সরবরাহ সহজ হবে।

দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা:

দুর্গাপুর ইস্পাত তাপবিদ্যুৎ কেন্দ্র, ডিভিসি-র রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র- এই দুই কেন্দ্রে ১,৪৫৭ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানো হবে।

Advertisements

পুরুলিয়া-কলকাতা রেললাইন ডাবলিং (৩৬ কিমি): রেল পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এই প্রকল্পের কাজ শুরু হবে। এতে ৩৯০ কোটি টাকা ব্যয় হবে এবং পুরুলিয়া, জামশেদপুর, ধানবাদ, বোকারোর মতো শিল্পাঞ্চলের মধ্যে দ্রুত মালবাহী ট্রেন চলাচল সম্ভব হবে।

কেন্দ্রের দাবি

এই প্রকল্পগুলির বাস্তবায়নের ফলে স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এদিনের সভায় উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, হরদীপ সিংহ পুরী, রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। প্রশাসনিক বৈঠকের পর দুর্গাপুরেই একটি রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী।