ম্যানচেস্টারে মরণ-বাঁচন লড়াইয়ে ভারতের সম্ভাব্য একাদশে বিরাট পরিবর্তন!

ভারত ও ইংল্যান্ড (India vs England) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন এক রোমাঞ্চকর মোড়ে এসে দাঁড়িয়েছে। তিনটি ম্যাচ শেষে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে। আগামী ২৩…

Three Players of Indian Cricket Team Who Could Be Dropped For Second Test

ভারত ও ইংল্যান্ড (India vs England) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন এক রোমাঞ্চকর মোড়ে এসে দাঁড়িয়েছে। তিনটি ম্যাচ শেষে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে। আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে সিরিজের চতুর্থ টেস্ট, ম্যানচেস্টারের (Manchester Test) ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড মাঠে। এই ম্যাচ ভারতীয় দলের (Indian Cricket Team) কাছে কার্যত মরণ-বাঁচন পরিস্থিতির মতো। হারলেই সিরিজ হাতছাড়া, আর জিতলে সিরিজে সমতা ফেরানোর সুযোগ।

এই অবস্থায়, ভারতীয় টিম ম্যানেজমেন্ট আর কোনও ঝুঁকি নিতে চাইছে না। চতুর্থ টেস্টের আগে সম্ভাব্য একাদশে বড়সড় পরিবর্তনের আভাস মিলেছে। ইতিমধ্যেই পিচ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ওল্ড ট্র্যাফোর্ডের উইকেট ব্যাটসম্যানদের জন্য সহায়ক হলেও নতুন বলে ফাস্ট বোলাররা স্বস্তি পেতে পারেন। এর পাশাপাশি পরিসংখ্যান বলছে, যারা প্রথমে ব্যাট করে ৩৫০ রান তুলেছে, তারাই এই মাঠে জয়ের পথ খুলে নিয়েছে বারবার।

   

আট বছর পর জাতীয় দলে ফিরে অনেক প্রত্যাশা তৈরি করেছিলেন করুণ নায়ার। কিন্তু প্রথম তিন টেস্টেই তাঁর ব্যাট থেকে এল না উল্লেখযোগ্য রান। ছয় ইনিংসে একটিও হাফ-সেঞ্চুরি না পাওয়ায় চাপের মুখে পড়তে হয় তাঁকে। তাই চতুর্থ টেস্টে তাঁর পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান সাই সুদর্শন। ঘরোয়া ক্রিকেট ও ‘এ’ দলের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। বাঁহাতি ব্যাটার হিসেবে সুইং বল সামলাতে এবং বোলারদের ছন্দ নষ্ট করতে কার্যকরী হতে পারেন।

ভারতের সম্ভাব্য একাদশ : যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, আকাশ দীপ, মহম্মদ সিরাজ

অলরাউন্ডারদের উপস্থিতি এই একাদশকে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ করে তুলেছে।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ : জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্সে, জোফ্রা আর্চার, লিয়াম ডসন

Advertisements

বেন স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড দল দারুণ ভারসাম্যপূর্ণ এবং আক্রমণাত্মক মেজাজে রয়েছে। বিশেষ করে, জোফ্রা আর্চার ও ক্রিস ওকসের উপস্থিতি ফাস্ট বোলিং বিভাগে জোরদার ঝাঁজ আনবে।

ম্যানচেস্টার পিচ রিপোর্ট: টস হতে পারে ম্যাচ নির্ধারক

ওল্ড ট্র্যাফোর্ডের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। তবে, ম্যাচের শুরুতে ফাস্ট বোলাররা কিছুটা সুইং পেতে পারেন, বিশেষ করে মেঘলা আবহাওয়ায়। এখানকার বাউন্স সমান, ফলে শট খেলতে সুবিধা হয় ব্যাটসম্যানদের। টস জিতে প্রথমে ব্যাট করে বড় রান তোলাই হবে সেরা কৌশল। ইতিহাস বলছে, এই মাঠে প্রথমে ব্যাট করা দল ৮৬ টেস্টের মধ্যে ৩২ বার জিতেছে। সেক্ষেত্রে প্রথম ইনিংসে ৩০০-৩৫০ রান করাই হতে পারে ম্যাচ জেতার চাবিকাঠি।

চতুর্থ টেস্টে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ। কিন্তু একাদশে পরিবর্তন ও তরুণদের সুযোগ দেওয়া যদি কাজ করে, তাহলে ভারতের জন্য সিরিজে ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ থাকছে। ম্যানচেস্টারে ২৩ জুলাই শুরু হওয়া এই টেস্টে চোখ থাকবে শুভমন গিলের নেতৃত্ব, সাই সুদর্শনের আত্মপ্রকাশ ও ভারতের পেস আক্রমণের ওপর।

Indian Cricket Team vs England in Manchester Test Predicted Playing 11 For India with Big Changes Expected