প্রধানমন্ত্রীর সভার আগে দুর্গাপুরে সভাস্থলের কাছে আগুন, চাঞ্চল্য এলাকায়

দুর্গাপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) দুর্গাপুর সফরের আগে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। সভাস্থলের মাত্র ৫০ মিটার দূরে হঠাৎই আগুন লেগে যায়। ঘটনার…

Narendra Modi in Nandigram Rally

দুর্গাপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) দুর্গাপুর সফরের আগে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। সভাস্থলের মাত্র ৫০ মিটার দূরে হঠাৎই আগুন লেগে যায়। ঘটনার জেরে সভাস্থলে উপস্থিত মানুষজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের তৎপরতায় অগ্নিকাণ্ড বড়সড় বিপদে পরিণত হতে পারেনি। অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় আগুন।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে, যখন সভার প্রস্তুতিতে চূড়ান্ত কাজ চলছিল। প্রধানমন্ত্রীর সভার জন্য নির্মিত বিশাল মঞ্চের সামনেই দর্শক আসনের অংশে হঠাৎ একটি বৈদ্যুতিক তার থেকে শর্টসার্কিট হয়। তার থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে প্লাস্টিকের চেয়ার এবং ব্যানারে।

   

প্রত্যক্ষদর্শীদের কথায়, “হঠাৎ আগুন দেখে আমরা ভয় পেয়ে যাই। অনেকেই চিৎকার করে উঠলেন। সামনে বসে থাকা লোকজন উঠেই পালাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে কিছুক্ষণের জন্য হুড়োহুড়ি শুরু হয়।”

ঘটনাস্থলে উপস্থিত দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে ফোম স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁদের তৎপরতাতেই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। তবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হওয়ায় কিছু মানুষ হালকা চোট পান বলে জানা গিয়েছে।

এই ঘটনার পর তৎপর প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। সভাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। সভাস্থলের চারপাশে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরো এবং এসপিজি’র আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। সভাস্থলে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং পুরো ব্যবস্থা ফের খতিয়ে দেখা হয়।

Advertisements

স্থানীয় এক বিজেপি নেতা বলেন, “ভাগ্য ভালো দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। সভা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই যদি এ ধরনের ঘটনা ঘটত, তা হলে বড় বিপদ হতে পারত। এখন সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিকেল ৪টা নাগাদ সভাস্থলে আসার কথা। সভায় রাজ্যের একাধিক কেন্দ্রের দলীয় কর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। উন্নয়নমূলক প্রকল্প এবং আসন্ন নির্বাচনের প্রচারই এদিনের সভার মূল লক্ষ্য।

তবে আগুন লাগার এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা ইতিমধ্যেই সভাস্থলে ‘নিরাপত্তা ঘাটতি’ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

শেষ পর্যন্ত অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। প্রশাসন, দমকল এবং নিরাপত্তা সংস্থার দ্রুত তৎপরতা না থাকলে ঘটনাটি বড় বিপর্যয়ে রূপ নিতে পারত বলে মনে করছেন অনেকে।