রায়পুর: বহু-কোটি টাকার মদ দুর্নীতিতে চাঞ্চল্যকর মোড়—ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলকে শুক্রবার গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) (Bhupesh Baghels son arrested by ED)।
প্রাথমিক তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে আসার পর এ দিন ভিলাইয়ের পারিবারিক আবাসনে ফের তল্লাশি চালায় ইডি। তার কিছু ঘণ্টার মধ্যেই চৈতন্যকে হেফাজতে নেয় কেন্দ্রীয় সংস্থা। গ্রেফতারি হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (PMLA) ধারায়।
সূত্রের খবর, অভিযুক্ত চৈতন্য বাঘেল মদ বাণিজ্যকে কেন্দ্র করে ছত্তিশগড়ে গড়ে ওঠা একটি প্রভাবশালী দুর্নীতিচক্রের সঙ্গে যুক্ত। এই কেলেঙ্কারিতে সরকারি স্তরে নিয়ম লঙ্ঘন, লাইসেন্স বণ্টনে স্বজনপোষণ এবং অবৈধ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।
তদন্তকারীদের দাবি, শুধু মদ বিক্রির ওপরেই নয়, সংশ্লিষ্ট ঠিকাদার এবং ব্যবসায়ীদের মাধ্যমে বিপুল পরিমাণ কালো টাকা সাদা করার চক্রেও যুক্ত ছিলেন চৈতন্য।
এই নিয়ে চলতি বছর দ্বিতীয়বার চৈতন্য বাঘেলের ঠিকানায় হানা দিল ইডি। মার্চ মাসেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
অভিযানের সময় ভিলাইয়ের বাড়ির সামনে কড়া নিরাপত্তা বলয় তৈরি হয়। অবস্থান নেন ইডি ও স্থানীয় পুলিশ। সমর্থকদের একাংশও জড়ো হন।
এ ঘটনায় ভূপেশ বাঘেল বা কংগ্রেস শিবির এখনও পর্যন্ত মুখ খোলেনি। তবে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে, ২০২৪ লোকসভা নির্বাচনের পরপরই কেন্দ্রীয় সংস্থার এই পদক্ষেপ রাজনৈতিক বার্তা দিচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।