মোদীর সভায় ঠাঁই নেই, অসহায় দিলীপ ঘোষকে দু-দণ্ড শান্তি দেবেন স্ত্রী!

আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ। জলভরা। আষাঢ়ের শেষ শ্রাবণের শুরু। তবে আবহাওয়া দফতরের হাওয়া মোরগ জানিয়েছে তুমুল বৃষ্টির সম্ভাবনা নেই। এমন সময়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh)…

dilip ghosh wedding menu

আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ। জলভরা। আষাঢ়ের শেষ শ্রাবণের শুরু। তবে আবহাওয়া দফতরের হাওয়া মোরগ জানিয়েছে তুমুল বৃষ্টির সম্ভাবনা নেই। এমন সময়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh) রাজনৈতিক ভাগ্যাকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। তিনি এবারও ঠাঁই পেলেন না প্রধানমন্ত্রী মোদীর জনসভায়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে মোদীর জনসভায় থাকছেন দিলীপের সতীর্থরা।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এটি মোদীর দ্বিতীয় জনসভা। আলিপুরদুয়ারে মোদীর সভা নিজের ঘর থেকে দেখেছিলেন দিলীপ ঘোষ। এবার দুর্গাপুরের সভাতে তিনি গরহাজির।

   

সাত পাকে বাঁধা পড়ে তার জীবনের মোড়ই ঘুরে গেছে। কৌমার্যব্রত ভেঙেছে। কট্টর সংঘ প্রচারক ষাটোর্ধ বয়সে তার স্ত্রীর সঙ্গে খুব খুশি ও সুখী। এই বিয়ে নিয়েই সংঘ ও দিলীপ ঘোষের দুরত্ব বেড়েছে। বিয়ের পর থেকে রিঙ্কু তার স্বামী দিলীপ ঘোষের ছায়াসঙ্গিনী বলেই চর্চিত। বিতর্ক তীব্র হয় সস্ত্রীক দিঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়ে। দিলীপ ও রিঙ্কুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিনই বিজেপির কর্মীদের রোষের মুখে পড়েন দিলীপ ঘোষ।

ক্রমাগত দলের অভ্যন্তরে কোণঠাসা দিলীপ ঘোষ তারই দলের রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে আপোশ করার চেষ্টা করেন। শমীক ও দিলীপের সৌজন্যমূলক সাক্ষাতের ছবি বের হলেও চিঁড়ে যে আদৌ ভেজেনি তা স্পষ্ট দুর্গাপুরে মোদীর সভায় দিলীপ ঘোষের ঠাঁই না হওয়ায়।

Advertisements

মোদীর সফরের মাঝেই হঠাৎ দিলীপ ঘোষ দিল্লি চলে গেলেন। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও প্রাক্তন সর্বভারতীয় সহভাপতি দিলীপ ঘোষ বলেছেন, আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই আমি হ্যাঁ বলেছিলাম। পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায় না আমি যাই। আমি গেলে হয়তো অস্বস্তি হবে। তাই আমি দূর্গাপুর যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টিরই কাজে যাচ্ছি।

গত লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করা হয়। তিনি তৃণমূলের কাছে পরাজিত হন। পরে দলীয় অন্তর্ঘাতের বিষয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন। বিজেপিকে রাজ্যে প্রধান বিরোধী দল গড়ার দাবি করা দিলীপ ঘোষ এখন নিজ দলেই প্রায় ব্রাত্য।