স্বাচ্ছন্দ্যে সফর! এবার লোকালে প্রবীণদের জন্য বিশেষ কামরা, কী কী সুবিধা থাকছে?

নয়াদিল্লি: লোকাল ট্রেনে দীর্ঘদিন ধরেই প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট আসনের ব্যবস্থা ছিল। এবার আরও এক ধাপ এগিয়ে তাঁদের সুবিধার্থে চালু হল সম্পূর্ণ আলাদা কামরা। ভারতীয়…

Senior Citizen Train Coach

নয়াদিল্লি: লোকাল ট্রেনে দীর্ঘদিন ধরেই প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট আসনের ব্যবস্থা ছিল। এবার আরও এক ধাপ এগিয়ে তাঁদের সুবিধার্থে চালু হল সম্পূর্ণ আলাদা কামরা। ভারতীয় রেলের এই অভিনব উদ্যোগের সূচনা হয়েছে মুম্বই থেকে। দেশের প্রথম শহর হিসেবে মুম্বইয়ের লোকাল ট্রেনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘সিনিয়র সিটিজেন কামরা’ (Senior Citizen Train Coach)। রেল সূত্রে খবর, খুব শীঘ্রই কেরালা-সহ দেশের অন্যান্য রাজ্যেও এই পরিষেবা শুরু হতে চলেছে।

কোন রুটে চলবে ট্রেন

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) থেকে ডোম্বিভলি পর্যন্ত চলা ইএমইউ লোকাল ট্রেনে ষষ্ঠ নম্বর কামরাটি নির্দিষ্ট করা হয়েছে শুধুমাত্র প্রবীণ যাত্রীদের জন্য। এই কামরায় থাকছে আরও বেশি আরাম ও নিরাপত্তার ব্যবস্থা। বসার জন্য রয়েছে বিশেষ নকশার সিট, যাতে দু’জন ও তিনজন একসঙ্গে বসতে পারেন। কামরায় ওঠানামা সহজ করতে থাকছে বিশেষ সিঁড়ি ও দরজার সামনে হাতল, যাতে যাত্রাপথে ভারসাম্য রাখা যায় সহজেই। এমনকি জরুরি পরিস্থিতিতে ব্যবহারযোগ্য ল্যাডারও থাকছে ওই কামরায়।

   

টিকিটে বন্ধ ছাড়

করোনা মহামারীর সময় ২০২০ সালের মার্চ মাসে প্রবীণ নাগরিকদের জন্য রেলে টিকিটে যে ছাড় ছিল, তা বন্ধ করে দেয় রেল বোর্ড। তখন থেকেই তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়, সরব হন বিরোধীরাও। সংসদেও এই ইস্যুতে উত্তেজনা তৈরি হয়। তবে সেই ছাড় ফের চালু হবে কি না, তা নিয়ে এখনও পর্যন্ত রেল বোর্ড কোনও সিদ্ধান্ত নেয়নি। এই পরিস্থিতিতে প্রবীণদের জন্য আলাদা কামরার ব্যবস্থা রেলের তরফে এক ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছেন যাত্রীরা।

Advertisements

রেল কর্তৃপক্ষের আশা, প্রবীণ যাত্রীদের কথা মাথায় রেখে নেওয়া এই উদ্যোগ তাঁদের যাত্রাকে আরও স্বচ্ছন্দ ও সম্মানজনক করে তুলবে। পরীক্ষামূলক পর্যায়ের সাফল্যের উপর নির্ভর করেই আগামী দিনে দেশের অন্যান্য শহরের লোকাল ট্রেনেও চালু হতে পারে এই পরিষেবা।