কলকাতা: দক্ষিণবঙ্গে বর্ষায় আপাতত বিরতি। কলকাতা সহ বিস্তীর্ণ অঞ্চলে রবিবার পর্যন্ত বড় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস (South Bengal Monsoon Break)। তবে স্বস্তি নয়, এবার বিপত্তি ঘটাতে চলেছে জলীয় বাষ্প। বাড়বে তাপমাত্রা, আর্দ্রতাজনিত অস্বস্তিও। শহরজুড়ে ফিরতে চলেছে গলদঘর্ম পরিস্থিতি।
দক্ষিণবঙ্গে ছুটি নিয়েছে বর্ষা, গরমে হাঁসফাঁস অবস্থা
এই বর্ষা মরসুমে প্রথমবার দীর্ঘ বিরতিতে যাচ্ছে দক্ষিণবঙ্গের বৃষ্টি। শুধুমাত্র উপকূলবর্তী ও পশ্চিমের কিছু জেলায় — ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রা ও আর্দ্রতা দু’য়েরই ঊর্ধ্বগতি ভাবিয়ে তুলবে জনজীবন।
কলকাতায় মেঘলা আকাশ, তবু অস্বস্তি বাড়বে
শুক্রবার দিনভর মেঘলা আকাশ থাকলেও শহরে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম। তবে গরমে স্বস্তি মিলবে না। দিন ও রাতের তাপমাত্রা গড়ে ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে অস্বস্তিকর গরমে ঘামাতে হতে পারে শহরবাসীকে।
উত্তরবঙ্গে ফের সক্রিয় বর্ষা, অতি ভারী বৃষ্টির সতর্কতা
উত্তরবঙ্গে বৃষ্টি সাময়িকভাবে কমলেও শনিবার থেকে ফের বাড়বে তার দাপট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবারও বৃষ্টি বজায় থাকবে উত্তরবঙ্গে, তবে মঙ্গলবার থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।