Assam Eviction Drive: আসামের গোয়ালপাড়া জেলার পাইকান রিজার্ভ ফরেস্টে বৃহস্পতিবার সকালে রাজ্য সরকারের উচ্ছেদ অভিযানের সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বন ও পুলিশ বিভাগের একটি যৌথ দলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন উচ্ছেদকৃত বসবাসকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে একজন নিহত হন বলে জানা গেছে।
সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের গোয়ালপাড়া সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন ও পুলিশ বাহিনীরও অন্তত ১০ জন সদস্য আহত হয়েছেন।
গত শনিবার রাজ্য সরকার পাইকান সংরক্ষিত বনের প্রায় ১৪০ হেক্টর জমি দখলমুক্ত করে। সেই সময়ে শতাধিক ঘরবাড়ি ও ধর্মীয় স্থাপনা, যার মধ্যে কয়েকটি মসজিদও ছিল, বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এসব বসতি প্রধানত বাঙালি মুসলিম অভিবাসীদের বলে জানা গেছে।
এ বিষয়ে বন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে জানা যায়, বন ও পুলিশের যৌথ দল পাইকানে কিছু স্থাপনা পরিষ্কার করতে গিয়েছিল। কিন্তু উচ্ছেদ হওয়া মানুষজন পাথর ও লাঠি নিয়ে আক্রমণ করে তাদের ওপর। প্রতিরোধ করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বন বিভাগের দাবি, অবৈধ দখল প্রায় ২৫ বছর ধরে চলছিল এবং এই জমি পুনরুদ্ধার করে পুনরায় বনায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিরোধী দলগুলির উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ সত্ত্বেও, রাজ্য সরকার অবৈধভাবে দখলকৃত সরকারি ও বনভূমির বিরুদ্ধে তার উচ্ছেদ অভিযান সম্প্রসারিত করেছে, কর্তৃপক্ষ বুলডোজার এবং সশস্ত্র পুলিশ মোতায়েন করেছে গোয়ালপাড়া জেলার পাইকান সংরক্ষিত বনের ১৪০ হেক্টর জমি উচ্ছেদ করার জন্য। পূর্ব পাকিস্তান/বাংলাদেশ বংশোদ্ভূত মুসলিম অভিবাসীদের ১,০৮০ পরিবারের দখলে রয়েছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, তার সরকার ২০২১ সালের মে মাস থেকে রাজ্যের ১৬০ বর্গকিলোমিটার জমি দখলমুক্ত করেছে। তবে এখনো ৬৩ লক্ষ বিঘার বেশি সরকারি ও বনভূমি দখল হয়ে আছে বলে জানান তিনি।
গোয়ালপাড়ার পাইকান এলাকায় চলমান এই উচ্ছেদ অভিযান ও সংঘর্ষ রাজ্যে বিতর্কের নতুন আগুন জ্বালিয়ে দিয়েছে।