বেনজির! ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবার ধ্বনিত হল হনুমান চালিশা

লন্ডন: ব্রিটেনের পার্লামেন্ট ভবনে প্রথমবার পাঠ করা হল হনুমান চালিশা (Hanuman Chalisa UK Parliament), উপস্থিত ছিলেন ভারতের বিতর্কিত অথচ জনপ্রিয় ধর্মগুরু পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী…

বেনজির! ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবার ধ্বনিত হল হনুমান চালিশা

লন্ডন: ব্রিটেনের পার্লামেন্ট ভবনে প্রথমবার পাঠ করা হল হনুমান চালিশা (Hanuman Chalisa UK Parliament), উপস্থিত ছিলেন ভারতের বিতর্কিত অথচ জনপ্রিয় ধর্মগুরু পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর ধাম সরকার। ব্রিটিশ হাউস অব পার্লামেন্টের ঐতিহাসিক ভবনে ভারতীয় ধর্মীয় স্তোত্রের এমন পাঠ কখনও হয়নি, যা এই ঘটনাকে নজিরবিহীন করে তুলেছে।

ব্রিটিশ সাংসদদের চালিশা পাঠ

বাগেশ্বর ধাম-এর অফিসিয়াল X হ্যান্ডলে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর উপস্থিতিতে ব্রিটিশ সাংসদ, কর্মকর্তা ও অতিথিরা একসঙ্গে ভক্তিভরে হনুমান চালিশা পাঠ করছেন। স্ট্যান্ডিং ওভেশন, শান্ত আবহে প্রতিধ্বনিত হয় ‘‘জয় বজরংবলী’’।

   

X-এ পোস্ট করা বার্তায় লেখা হয়েছে, “লন্ডনের পার্লামেন্টে প্রথমবার… শ্রদ্ধেয় সরকারের উপস্থিতিতে হনুমান চালিশার পাঠ… সমস্ত অতিথি হৃদয় দিয়ে পাঠ করলেন…”

ব্রিটেনের রাজনীতিক ও প্রশাসনিক মহলের একটি অংশ যে ভারতীয় সংস্কৃতি ও ধর্মীয় ভাবনার সঙ্গে সম্মানজনক সম্পর্ক রাখতে আগ্রহী, এই ঘটনাকে অনেকেই তার প্রমাণ হিসেবে দেখছেন।

Advertisements

ধর্মের সঙ্গে রাজনীতির সংযোগ? 

এটি এমন এক সময় ঘটল, যখন বিদেশে ভারতীয় প্রবাসীদের মধ্যে ধর্মীয় পরিচয় আরও বেশি করে গুরুত্ব পাচ্ছে। চলতি বছর এপ্রিলেও লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে হনুমান চালিশা পাঠ করেন প্রবাসী ভারতীয়রা।

ধর্মীয় কর্মসূচি ঘিরে বিতর্কেরও শেষ নেই। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়ে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী নিজের বিলাসবহুল পোশাক ও স্টাইল নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হন। তবে সেই বিতর্ক ছাপিয়ে লন্ডনের পার্লামেন্টে তাঁর এই কর্মকাণ্ড তাঁর ভক্তদের কাছে নিঃসন্দেহে এক “সনাতনী জয়”।