নয়াদিল্লি: ভারতীয় রেলে ভ্রমণকারীদের জন্য বড় আপডেট। ১ জুলাই ২০২৫ থেকে তৎকাল টিকিট বুকিংয়ে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম বদলে গেল। এখন থেকে আইআরসিটিসি-র (IRCTC) ওয়েবসাইট বা অ্যাপে তৎকাল টিকিট বুক (IRCTC Tatkal booking) করতে গেলে বাধ্যতামূলকভাবে দিতে হবে আধার ভিত্তিক OTP অথেন্টিকেশন। এছাড়া বুকিং শুরু হওয়ার প্রথম ৩০ মিনিট শুধুমাত্র সাধারণ যাত্রীরা তৎকাল টিকিট কাটতে পারবেন। এজেন্টরা সেই সুযোগ পাবেন পরে।
কেন এই পরিবর্তন?
বছরের পর বছর ধরে অভিযোগ, তৎকাল টিকিট বুকিং উইন্ডো খোলার সঙ্গে সঙ্গেই সমস্ত টিকিট বুক হয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রেই দালাল বা ভুয়ো এজেন্টদের মাধ্যমে। সাধারণ যাত্রীরা থেকে যান বঞ্চিত। এই পরিস্থিতি বদলাতেই আধার OTP ভিত্তিক নতুন ব্যবস্থা কার্যকর করল রেল মন্ত্রক।
কীভাবে কাজ করবে আধার OTP অথেন্টিকেশন?
যে কোনও যাত্রী যখন আইআরসিটিসি-তে রেজিস্টার করা নিজের অ্যাকাউন্ট থেকে তৎকাল টিকিট বুক করতে যাবেন, তখন তাঁর আধার-সংযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) যাবে। সেই ওটিপি যাচাই করার পরেই বুকিং সম্পন্ন হবে। এর ফলে টিকিট কাটার প্রক্রিয়া যেমন হবে নিরাপদ, তেমনই প্রতারকদের ঠেকানোও সম্ভব হবে।
এই প্রক্রিয়া শুধু অনলাইন নয়, রেল কাউন্টার থেকেও তৎকাল টিকিট কাটার সময় কার্যকর হবে। আধার নম্বর এবং মোবাইল ওটিপি ছাড়া টিকিট বুকিং হবে না।
৩০ মিনিটের বিশেষ সুবিধা শুধুই সাধারণ যাত্রীদের জন্য
রেলের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম ৩০ মিনিট শুধুমাত্র আধার অনুমোদিত সাধারণ ইউজাররা টিকিট কাটতে পারবেন। এজেন্টরা বুকিং করতে পারবেন নির্ধারিত ৩০ মিনিট পর।
- এসি শ্রেণির তৎকাল বুকিং শুরু সকাল ১০টা থেকে
- নন-এসি শ্রেণির তৎকাল বুকিং শুরু সকাল ১১টা থেকে
- এই ব্যবস্থায় সাধারণ যাত্রীদের হাতে আসবে টিকিট পাওয়ার বাস্তব সুযোগ।
নতুন নিয়মের লাভ কী যাত্রীদের?
- জালিয়াতি বা এজেন্টদের কারসাজি কমবে
- টিকিট কাটার প্রক্রিয়া হবে আরও স্বচ্ছ ও সুরক্ষিত
- সাধারণ যাত্রীরা পাবেন প্রাথমিক ৩০ মিনিটের একচেটিয়া সুবিধা
- রেল ব্যবস্থাপনার প্রতি বাড়বে আস্থা
রেল মন্ত্রক আশা করছে, এই পরিবর্তন শুধু প্রতারকদের ঠেকাবে না, বরং সাধারণ যাত্রীদের স্বস্তি দেবে এবং রেল পরিষেবার প্রতি আস্থা বাড়াবে।