নয়া সিজনের জন্য বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ( East Bengal FC)। গত মরসুমটা হতশ্রী পারফরম্যান্সের মধ্য দিয়ে শেষ হলেও আসন্ন মরসুমে নিজেদেরকে মেলে ধরতে বদ্ধপরিকর এই প্রধান। বিশেষ করে গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই দল গঠনের ক্ষেত্রে আরও সক্রিয়তা দেখাতে শুরু করে মশাল ব্রিগেড। ভারতীয় ফুটবলারদের বাজার সমানভাবেই এবার গুরুত্ব পেয়েছেন দলের বিদেশি ফুটবলার। সেইমতো গত কয়েক মাসের মধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছিল একাধিক ফুটবলার। তবে শুধুমাত্র আক্রমণভাগ বা মাঝমাঠ নয়। এক্ষেত্রে সমানভাবে গুরুত্ব পেয়েছে দলের রক্ষণভাগ।
বিশেষ সূত্র মারফত জানা গিয়েছিল, যে দলের ডিফেন্স লাইনকে মজবুত করতে এবার নাকি এক আর্জেন্টাইন সেন্টার ব্যাকের দিকে নজর রয়েছে মশাল ব্রিগেডের। তিনি কেভিন লিওনেল সিবিন (Kevin Sibille)। পূর্বে স্পেনের তৃতীয় ডিভিশনের ফুটবল ক্লাব এসডি পনফেরাডিনার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন এই তারকা ফুটবলার। কিন্তু হিসাব অনুযায়ী চলতি বছরের গত জুন মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে এই ফুটবল ক্লাবের। সব মিলিয়ে সেই দলের হয়ে লিগে খেলে ফেলেছিলেন প্রায় ২৭ টি ম্যাচ। যার মধ্যে ৩টি গোল ও ছিল বছর ছাব্বিশের এই ফুটবলারের। অর্থাৎ শুধুমাত্র রক্ষণভাগ সামাল দেওয়া নয়, প্রয়োজনে দলের হয়ে গোল ও তুলে নিতে পারেন এই ফুটবলার।

কিন্তু পরবর্তীতে আর এই ফুটবলারকে নতুন চুক্তিতে দলে নেওয়ার পরিকল্পনা ছিল না সেই ফুটবল ক্লাবের। সেই সুযোগ কাজে লাগিয়েই তাঁকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল ইন্ডিয়ান সুপার লিগের দুই শক্তিশালী ফুটবল দল। যাদের মধ্যে অন্যতম ছিল ইস্টবেঙ্গল। এমনকি পরবর্তীতে এই তারকার সঙ্গে কথাবার্তাও এগিয়ে নিয়ে যেতে শুরু করেছিল লাল-হলুদ শিবির। যতদূর খবর, নতুন সিজনে এবার লাল-হলুদ জার্সি গায়ে ভারতের প্রথম ডিভিশন ফুটবল লিগ খেলতে চলেছেন এই তারকা। এক কথায় যা বিরাট বড় চমক। কেভিনের উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলতে পারে দলকে।
কিন্তু কবে শহরে আসতে পারেন এই আর্জেন্টাইন তারকা। শোনা যাচ্ছে সব ঠিকঠাক থাকলে আগামী ১৯শে জুলাই কলকাতা বিমানবন্দরে পা রাখতে চলেছেন কেভিন লিওনেল সিবিল। এখন সেদিকেই নজর রয়েছে সকল সমর্থকদের।