আইলিগের এক ফুটবলারকে চূড়ান্ত করার পথে জামশেদপুর

গত মরসুমে জয় দিয়েই আইএসএল শুরু করেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়াকে। এক কথায় যা বিরাট…

Sarthak Golui Inter kashi

গত মরসুমে জয় দিয়েই আইএসএল শুরু করেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়াকে। এক কথায় যা বিরাট বড় চমক ছিল সকলের কাছে। তবে এটা অঘটন ছিল না। ‌কারণ দ্বিতীয় ম্যাচে ও বজায় ছিল জয়ের ধারাবাহিকতা। অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল আরেক শক্তিশালী দল তথা মুম্বাই সিটি এফসিকে। কিন্তু সেই ছন্দ বেশি দিন ধরে রাখা সম্ভব হয়নি খালিদ জামিলের ছেলেদের পক্ষে। যার প্রভাব পড়েছিল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। নেমে আসতে হয়েছিল খানিকটা।

কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় লেগে বদলে গিয়েছিল সমস্ত হিসাব নিকাশ। একের পর এক ম্যাচে সহজেই জয় ছিনিয়ে নিয়েছিল ইস্পাত নগরীর এই দল। অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসিকে। মাঝে ছন্দ পতন হলেও জয়ের সরণিতে ফিরতে খুব একটা সমস্যা হয়নি। পরবর্তীতে ঘরের মাঠে এফসি গোয়া দলকে পরাজিত করার ফলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছিল সকল ফুটবলারদের। সহজেই দল চলে গিয়েছিল সুপার সিক্সে। সেখানেই গতবারের ডুরান্ড জয়ীদের অনায়াসে পরাজিত করেছিল জামশেদপুর। সেই সুবাদে ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে স্থান করে নিয়েছিল খালিদ জামিলের ছেলেরা।

   

কিন্তু সেখানেই বাঁধা হয়ে দাঁড়িয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। লিগের প্রথম লেগের সেমিফাইনালে তাঁদের টেক্কা দেওয়া সম্ভব হলেও দ্বিতীয় লেগে তা ধরে রাখা সম্ভব হয়নি। আপুইয়ার গোল বদলে দিয়েছিল সমস্ত কিছু। শেষ পর্যন্ত সেমিফাইনালেই ছিটকে গিয়েছিল জামশেদপুর। তারপর কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও চূড়ান্ত সাফল্য আসেনি। তিনটি গোলের ব্যবধানে তাঁদের পরাজিত করেছিল এফসি গোয়া। সেইসব এখন অতীত। নতুন সিজনে ভালো পারফরম্যান্স করে সমর্থকদের মন জয় করাই অন্যতম লক্ষ্য ফুটবলারদের।

Advertisements

সেইমতো বিশেষ নজর দিচ্ছেন খালিদ জামিল। বলতে গেলে তাঁর পছন্দকে মাথায় রেখেই এবার খেলোয়াড় চূড়ান্ত করছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে সার্থক গলুইয়ের নাম। উল্লেখ্য, গত মরসুমে আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশীর সঙ্গে যুক্ত ছিলেন এই ভারতীয় ডিফেন্ডার। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের গত মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল বারাণসীর এই ফুটবল দলের। তারপর থেকেই এই রাইট ব্যাককে দলে টানতে আগ্ৰহ প্রকাশ করতে শুরু করেছিল জামশেদপুর। খুব শীঘ্রই হয়তো চূড়ান্ত হয়ে যাবে সেই বিষয়টি।