শ্রীলঙ্কা সফরে বিরাট পরিবর্তন! রোহিত নন সম্ভাব্য অধিনায়ক এই ক্রিকেটার

ভারতীয় ক্রিকেটে আবারো পরিবর্তনের হাওয়া বইছে। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে জোর টক্কর দিচ্ছে শুভমনের (Shubman Gill) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)।।…

England announce unchanged playing XI for Edgbaston Test against Indian Cricket Team

ভারতীয় ক্রিকেটে আবারো পরিবর্তনের হাওয়া বইছে। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে জোর টক্কর দিচ্ছে শুভমনের (Shubman Gill) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)।। কিন্তু এরই মাঝে সামনে এলো এক বড় খবর। আসন্ন শ্রীলঙ্কা (Sri Lanka) সফরের জন্য ভারতের সম্ভাব্য ওয়ানডে স্কোয়াড (ODI Squad) প্রায় চূড়ান্ত। আর এই দলে দেখা যেতে পারে একাধিক বড় পরিবর্তন।

বিসিসিআই (BCCI) সূত্রে খবর, রোহিত শর্মাকে(Rohit Sharma) একদিনের ক্রিকেট অধিনায়কত্ব থেকে সরিয়ে শুভমন গিলকে দায়িত্ব দিতে চলেছে নির্বাচক কমিটি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করার পরই নির্বাচকদের নজরে এসেছেন এই তরুণ তারকা। গিলের ঠান্ডা মাথার ব্যাটিং এবং মাঠে নেতৃত্বদানের ক্ষমতা নির্বাচকদের যথেষ্ট মুগ্ধ করেছে বলেই জানা যাচ্ছে।

   

৭০ বছর পর লর্ডসে বিরল রেকর্ড ভারতের

তবে গিল অধিনায়ক হলেও, রোহিত শর্মা এবং বিরাট কোহলি থাকছেন দলের মূল অংশ হিসেবেই। মূলত অভিজ্ঞতা ও মিডল অর্ডারে ভারসাম্য বজায় রাখতে রোহিত-বিরাটের মতো তারকা খেলোয়াড়দের বাদ দেওয়া হয়নি। রোহিত এই সিরিজে খেললেও অধিনায়ক হিসাবে আর মাঠে নামবেন না বলেই জোর গুঞ্জন। অন্যদিকে, কোহলির ফর্মও বিবেচনায় রেখেই তাকে রাখা হচ্ছে স্কোয়াডে।

নতুন অধিনায়কের পাশে একটি ভরসাযোগ্য নাম হিসেবে শ্রেয়াস আইয়ারকে রাখা হতে পারে সহ-অধিনায়ক (Vice Captain) হিসেবে। মাঝের ওভারগুলোতে আইয়ারের ব্যাটিং দক্ষতা এবং ফিল্ডিং লাইন আপ সাজানোর ক্ষমতা নির্বাচকদের ভরসা জোগাচ্ছে। এই সিরিজে বেশ কিছু নতুন মুখ দেখা যাবে। বিশেষ করে আইপিএল ও ভারত ‘এ’ দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর সাই সুদর্শন এবং ধ্রুব জুরেল দলে জায়গা করে নিয়েছেন। সম্ভাব্য উইকেটরক্ষক হিসেবে ধ্রুব জুরেল ও কেএল রাহুল থাকছেন স্কোয়াডে।

বাংলাদেশের বদলে শ্রীলঙ্কা সফর

Advertisements

উল্লেখ্য, মূলত বাংলাদেশের বিরুদ্ধে এই সময়সীমায় একটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার কারণে সিরিজটি স্থগিত হয়ে যায়। তার বদলে বিসিসিআই দ্রুতই শ্রীলঙ্কার সঙ্গে সাদা বলের সিরিজ আয়োজন করতে চলেছে। যদিও এখনও পর্যন্ত বিসিসিআই বা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে ক্রিকেট মহলে এই সফর নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

সম্ভাব্য স্কোয়াড: শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, রোহিত শর্মা, বিরাট কোহলি, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ সিরাজ

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজটি শুধুমাত্র ভারতের নতুন নেতৃত্বের সূচনা নয়, বরং ২০২৭ একদিনের বিশ্বকাপকে সামনে রেখে দলের কাঠামো গড়ার প্রস্তুতি হিসেবেও বিবেচিত হচ্ছে। গিলের নেতৃত্বে কেমন পারফরম্যান্স দেয় ভারতীয় দল, তা এখন ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে।

Indian Cricket Team Test Captain Shubman Gill like to lead India in Sri Lanka ODI Series repalce of Rohit Sharma