ভারতকে টক্কর দিতে তৈরি এই দেশ! প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস

বিশ্ব ক্রিকেটে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করল ইউরোপের অন্যতম উদীয়মান দেশ ইতালি (Italy)। একসময় যাদের পরিচয় শুধুই ছিল ফুটবল দিয়ে, এবার তারা ক্রিকেট দুনিয়ার…

Italy quallify to ICC T20 World Cup 2026 historic entry to Face against Indian Cricket Team

বিশ্ব ক্রিকেটে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করল ইউরোপের অন্যতম উদীয়মান দেশ ইতালি (Italy)। একসময় যাদের পরিচয় শুধুই ছিল ফুটবল দিয়ে, এবার তারা ক্রিকেট দুনিয়ার বৃহত্তম মঞ্চে। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার নিজেদের নাম লেখাল পাওলো রোসির দেশ। ভারত (Indian Cricket Team) শ্রীলঙ্কাতে (Sri Lanka) আয়োজিত ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে ইতালি (Italy)। ইউরোপের বাছাইপর্বে স্কটল্যান্ড, জার্সির মতো দেশকে টপকে অর্জিত এক দুর্দান্ত সাফল্য।

গত ৫ জুলাই নেদারল্যান্ডসে শুরু হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় বাছাইপর্ব। এই পর্বে অংশ নিয়েছিল মোট পাঁচটি দেশ নেদারল্যান্ডস, ইতালি, স্কটল্যান্ড, জার্সি ও গার্নসি। শক্ত প্রতিদ্বন্দ্বীদের মধ্যেই ইতালি নিজেদের ক্রিকেট শক্তি প্রমাণ করে। চারটি ম্যাচের মধ্যে দুইটিতে জয় পেয়ে তারা মোট ৫ পয়েন্ট অর্জন করে। যদিও স্কটল্যান্ড ও জার্সিরও ছিল সমান পয়েন্ট, তবে রানরেটের নিরিখে এগিয়ে থেকে ইতালিই পেয়েছে বিশ্বকাপের টিকিট। উল্লেখযোগ্যভাবে, তারা শক্তিশালী স্কটল্যান্ডের বিরুদ্ধে ১২ রানে জয় পেয়েছিল, যা এই যোগ্যতা অর্জন পর্বে সবচেয়ে বড় চমক বলে ধরা হচ্ছে।

   

ইতালির এই সাফল্য কেবলই শুরু?

ফুটবলপ্রেমী দেশ হিসেবে পরিচিত ইতালি গত দুই ফুটবল বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। সেই হতাশার আবহে এবার ক্রিকেটের মঞ্চে এমন এক অর্জন ইতালির জন্য এক ঐতিহাসিক পালাবদল। দেশে ক্রিকেট এখনও অবহেলিত, কিন্তু অভিবাসী কমিউনিটির মধ্য দিয়ে গড়ে ওঠা এই দলের সাফল্য প্রমাণ করছে—ইচ্ছা থাকলে সম্ভাবনার দুয়ার খোলা যায়।

২০২৬ বিশ্বকাপ কোথায় এবং কারা খেলবে?

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কায়। এই টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নেবে, যার মধ্যে ইতিমধ্যেই ১৫টি দল তাদের জায়গা নিশ্চিত করেছে। এই তালিকায় স্বাগতিক দেশ ভারত এবং শ্রীলঙ্কা ছাড়াও রয়েছেঃ ২০২৪ বিশ্বকাপে শীর্ষ ৭ দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দেশ—পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।

আমেরিকা অঞ্চল থেকে—কানাডা

Advertisements

ইউরোপ অঞ্চল থেকে—নেদারল্যান্ডস এবং এবার নতুন সংযোজন ইতালি

বাকি ৫টি দল আসবে এশিয়া ও আফ্রিকার কোয়ালিফায়ার থেকে, যা চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে

ভারতের বিপক্ষে হবে কি ইতালির মুখোমুখি?

ভারতীয় দল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত শর্মা সহ গোটা ক্রিকেটপ্রেমী জাতির মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। স্বভাবতই, ২০২৬ বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসেবে ভারতের প্রত্যাশাও আকাশছোঁয়া। সেখানে ইতালির মতো নতুন দলের অংশগ্রহণ ভারতের বিপক্ষে একটি ঐতিহাসিক ম্যাচ উপহার দিতে পারে।

Italy quallify to ICC T20 World Cup 2026 historic entry to Face against Indian Cricket Team