Amazon Prime Day সেল ১২ জুলাই থেকে শুরু হয়ে আজ, অর্থাৎ ১৪ জুলাই শেষ হতে চলেছে। যারা Amazon Prime মেম্বার, তাদের জন্য এটি স্মার্টফোন কেনার এক দুর্দান্ত সুযোগ। সেলে Samsung এবং OnePlus-এর মত জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোনে পাওয়া যাচ্ছে বিশাল ছাড়, ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ বোনাস। কিছু ফোনের সাথে আবার ফ্রি ইয়ারবাডসও দেওয়া হচ্ছে। তবে অফার শুধুমাত্র আজকের জন্যই বৈধ।
Samsung Galaxy A55
Amazon Prime Day সেলে স্যামসাং-এর Galaxy A55 5G এখন পাওয়া যাচ্ছে মাত্র ২৪,৯৯৯ টাকায়। এটি লঞ্চ হয়েছিল ৩৯,৯৯৯ টাকায়। অর্থাৎ ১৫ হাজার টাকার বিশাল ছাড় দেওয়া হচ্ছে। উপরন্তু ১,২৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ বোনাসেও দাম আরও কমানো সম্ভব। এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল OIS মেইন ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে এবং Exynos 1480 প্রসেসর ফোনটিকে করে তোলে একটি দারুণ মিড-রেঞ্জ চয়েস।
Samsung Galaxy M35 5G
স্যামসাংয়ের আরেকটি বাজেট 5G ফোন Galaxy M35 5G এখন পাওয়া যাচ্ছে মাত্র ১৬,৯৯৮ টাকায়। এর লঞ্চ প্রাইস ছিল ১৯,৯৯৯ টাকা। ক্যাশব্যাক মিলতে পারে ৮৪৯ টাকা পর্যন্ত এবং এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ১৬,১০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব। ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, Exynos 1380 প্রসেসর এবং ৬০০০mAh বিশাল ব্যাটারি।
ভারতে X-এর সাবস্ক্রিপশন প্ল্যানে বিশাল ছাড়, এখন মাত্র 170 টাকায় মজাই মজা!
OnePlus 13R
OnePlus 13R (12GB RAM, 256GB Storage) সেলের সময় পাওয়া যাচ্ছে ৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে। এছাড়াও ২,১৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ বোনাসও মিলছে। সবচেয়ে বড় চমক হলো, এই ফোনের সাথে OnePlus Buds 3 Truly Wireless Bluetooth Earbuds একদম ফ্রি দেওয়া হচ্ছে। এতে থাকছে শক্তিশালী Snapdragon 8 Gen 3 প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।
প্রসঙ্গত, Amazon Prime Day সেলের আজই শেষ দিন। তাই Samsung বা OnePlus ফোন কেনার কথা ভাবছেন যাঁরা, তাঁদের জন্য এখনই উপযুক্ত সময়। দেরি না করে সেল শেষ হওয়ার আগেই আপনার পছন্দের ফোনটি বেছে নিন এবং বিশাল ছাড় ও ফ্রি গিফটের সুবিধা তুলে নিন।