SCO বৈঠকে বেজিং সফরে জয়শঙ্কর, সম্পর্ক রক্ষায় খোলামেলা সংলাপের বার্তা

বেজিং: জটিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রতিবেশী দুই মহাশক্তি-ভারত ও চিনের মধ্যে খোলামেলা ও বাস্তববাদী সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার বেজিংয়ে চিনের উপরাষ্ট্রপতি…

jaishankar china meeting

বেজিং: জটিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রতিবেশী দুই মহাশক্তি-ভারত ও চিনের মধ্যে খোলামেলা ও বাস্তববাদী সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার বেজিংয়ে চিনের উপরাষ্ট্রপতি হান ঝেং-এর সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।

চিন সফরে জয়শঙ্কর

জয়শঙ্কর এই মুহূর্তে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে চিন সফরে রয়েছেন। বৈঠকের শুরুতেই তিনি জানান, “SCO-তে চিনের সভাপতিত্ব সফল হোক – ভারত সেই প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানায়।”

   

তিনি আরও বলেন, “গত অক্টোবরে কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর মধ্যে সাক্ষাতের পর থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির ধারায় রয়েছে। আশা করি, এই সফরের আলোচনাও সেই ইতিবাচক গতিধারাকে এগিয়ে নিয়ে যাবে।”

কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি jaishankar china meeting

দুই দেশের সম্পর্কের ৭৫ বছর পূর্তির প্রসঙ্গ টেনে জয়শঙ্কর জানান, “কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি এক ঐতিহাসিক মাইলফলক। পাশাপাশি কৈলাস মানসরোবর যাত্রা পুনরায় চালু হওয়া ভারতীয়দের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ইতিবাচক বার্তা বহন করে।”

Advertisements

বৈঠকে জয়শঙ্কর বলেন, “বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি অত্যন্ত জটিল। এই প্রেক্ষাপটে দুই প্রতিবেশী রাষ্ট্র এবং বৃহৎ অর্থনৈতিক শক্তি হিসেবে ভারত ও চিনের মধ্যে খোলামেলা, স্বচ্ছ ও গঠনমূলক সংলাপ জরুরি।”

বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু SCO-র প্রেক্ষিতেই নয়, ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যতের দিকনির্দেশ হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।