7000mAh ব্যাটারির সঙ্গে আসছে Realme 15 Pro, থাকবে 4D কার্ভড ডিসপ্লে ও ভয়েস-এডিট ফিচার

রিয়েলমি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজ Realme 15 Pro ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। আগামী ২৪ জুলাই সন্ধ্যা ৭টায় এটি আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই ব্র্যান্ডের অফিশিয়াল মাইক্রোসাইট…

Realme 15 Pro to Launch with 7000mAh Battery

রিয়েলমি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজ Realme 15 Pro ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। আগামী ২৪ জুলাই সন্ধ্যা ৭টায় এটি আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই ব্র্যান্ডের অফিশিয়াল মাইক্রোসাইট থেকে কনফার্ম হয়েছে যে এই সিরিজের প্রো ভ্যারিয়েন্টটি বহু প্রতীক্ষিত। লঞ্চের আগে কোম্পানি ফোনটির ব্যাটারি, ডিসপ্লে ও চার্জিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে, যা গ্রাহকদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

শক্তিশালী ব্যাটারি ও ফাস্ট চার্জিং

Realme 15 Pro-তে থাকবে একটি বিশাল ৭০০০mAh ক্ষমতার ব্যাটারি, যা ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনে থাকছে USB Type-C চার্জিং পোর্ট, যার মাধ্যমে অতি দ্রুত চার্জ করা যাবে ডিভাইসটি। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির থিকনেস মাত্র ৭.৬৯ মিলিমিটার।

   

ফোনটিতে থাকছে একটি 4D Curve+ AMOLED ডিসপ্লে, যার সর্বোচ্চ ব্রাইটনেস ৬৫০০ নিট এবং রিফ্রেশ রেট ১৪৪Hz পর্যন্ত। স্ক্রিন-টু-বডি রেশিও ৯৪ শতাংশ এবং টাচ রেসপন্স রেট ২৫০০Hz হবে বলে জানিয়েছে কোম্পানি। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে ব্যবহৃত হবে গরিলা গ্লাস, যা ফোনকে স্ক্র্যাচ ও ড্যামেজ থেকে রক্ষা করবে।

8,000 টাকার কমে কিনুন 5G স্মার্টফোন Lava Storm Lite, মিলবে 8GB RAM ও 50MP ক্যামেরা

Advertisements

পারফরম্যান্সের দিক থেকে ফোনে থাকছে Snapdragon 7 Gen 4 চিপসেট, যা ৪nm প্রযুক্তিতে নির্মিত। কোম্পানির দাবি, আগের জেনারেশনের তুলনায় এটি ২৭ শতাংশ উন্নত CPU পারফরম্যান্স দেবে। মাল্টিটাস্কিং ও হেভি গেমিং এর জন্য এই চিপসেট যথেষ্ট উপযোগী। এছাড়া ফোনে IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্স রেটিং থাকছে, ফলে এটি জল ও ধুলোর হাত থেকেও রক্ষা পাবে।

ভয়েস কমান্ডে ছবি এডিটিং

সফটওয়্যার ফ্রন্টে এই ফোনে থাকছে ‘AI Edit Genie’, যা একটি ইন্ডাস্ট্রি-ফার্স্ট ফিচার বলে দাবি করেছে কোম্পানি। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ভয়েস কমান্ড দিয়ে ছবিকে এডিট করতে পারবেন। পাশাপাশি এতে থাকবে ‘AI Gaming Coach 2.0’ এবং ‘AI Ultra Touch Control’, যা গেমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করে তুলবে।

Realme 15 Pro ফোনটি বাজারে চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে — ফ্লোয়িং সিলভার, সিল্ক পার্পল, ভেলভেট গ্রিন ও সিল্ক পিংক। স্টাইল, পারফরম্যান্স ও স্মার্ট ফিচারের এক নিখুঁত মিশ্রণে Realme 15 Pro নিঃসন্দেহে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত স্মার্টফোন হতে চলেছে।