তেলবোঝাই ট্রেনে ভয়াবহ আগুন, পরপর বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

তিরুবনন্তপুরম: তামিলনাড়ুর তিরুভাল্লুর রেল স্টেশনের কাছে ঘটে গেল এক মারাত্মক দুর্ঘটনা। পণ্যবাহী এক ট্রেনে হঠাৎ করে ভয়াবহ আগুন (Massive Fire Breaks) লেগে যায়। আগুনের তীব্রতা…

তেলবোঝাই ট্রেনে ভয়াবহ আগুন, পরপর বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

তিরুবনন্তপুরম: তামিলনাড়ুর তিরুভাল্লুর রেল স্টেশনের কাছে ঘটে গেল এক মারাত্মক দুর্ঘটনা। পণ্যবাহী এক ট্রেনে হঠাৎ করে ভয়াবহ আগুন (Massive Fire Breaks) লেগে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে ছুটোছুটি শুরু হয় স্থানীয়দের মধ্যে। ট্রেনের বগি থেকে কয়েক ফুট উচ্চতা পর্যন্ত উঠতে থাকে আগুনের লেলিহান শিখা।

এই ট্রেনটি তেলবোঝাই মালগাড়ি ছিল বলে জানিয়েছে সাউথার্ন রেলওয়ে। সূত্রের খবর, রেলওয়ের এক ডিপো থেকে অপরিশোধিত তেল বোঝাই করে অন্য গন্তব্যে যাচ্ছিল পণ্যবাহী ট্রেনটি। পথে তিরুভাল্লুর স্টেশনের কাছে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

   

রেল সূত্রে আরও জানা যায়, লাইনচ্যুত হয়ে যাওয়া দুটি বা তিনটি বগি সম্পূর্ণ উল্টে যায়। সেই সময় ঘর্ষণের ফলে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয় এবং কোনওভাবে তা ট্রেনের ভিতরে, তেল রাখা ট্যাঙ্কারের মধ্যে পৌঁছে যায়। তার পরই ঘটে পরপর তিনটি বিস্ফোরণ। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

এই ভয়ঙ্কর ঘটনার জেরে রেলওয়ে এলাকা ও সংলগ্ন অঞ্চল জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আগুনে ইতিমধ্যেই চারটি বগি পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, তার জন্য আগুন লেগে যাওয়া বগিগুলিকে দ্রুত বিচ্ছিন্ন করা হয় ট্রেনের বাকি অংশ থেকে।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে রেল প্রশাসন ও দমকল একযোগে তৎপরতা শুরু করেছে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে একাধিক দমকল ইঞ্জিন। রেললাইন সংলগ্ন বিদ্যুৎ সংযোগ (ওভারহেড ইলেকট্রিক লাইন) বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে।

Advertisements

এই ঘটনার প্রভাব পড়েছে দক্ষিণ ভারতের রেল পরিষেবার উপর। ইতিমধ্যেই চেন্নাই থেকে মাইসোর, বেঙ্গালুরু ও কোয়েম্বাটোরের দিকে যাওয়া একাধিক ট্রেন বাতিল করতে হয়েছে।

আপাতত হতাহতের কোনও নির্দিষ্ট খবর না থাকলেও, সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করা হচ্ছে। অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

সকালের এই ঘটনা ফের একবার রেলপথে দাহ্য পদার্থ পরিবহণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। বিশেষজ্ঞদের মতে, রেলপথে বিপজ্জনক ও দাহ্য পদার্থ পরিবহণের ক্ষেত্রে আরও কড়া নিরাপত্তা বিধি ও নিয়ম লাগু করা প্রয়োজন।

পরিস্থিতির উপর নজর রাখছে রেল বোর্ড। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলির সঙ্গে সমন্বয় রেখে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।