ডায়মন্ড হারবার নিয়ে বিশেষ পোস্ট, কত নম্বর জার্সি পড়বেন ক্লেটন?

স্প্যানিশ কোচ কিবু ভিকুনার তত্ত্বাবধানে বর্তমানে যথেষ্ট ভালো ছন্দে রয়েছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। গত বছর কলকাতা লিগে ইমামি ইস্টবেঙ্গলের পাশাপাশি লিগ জয়ের…

Diamond Harbour FC Signs Brazilian Striker Clayton da Silveira

স্প্যানিশ কোচ কিবু ভিকুনার তত্ত্বাবধানে বর্তমানে যথেষ্ট ভালো ছন্দে রয়েছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। গত বছর কলকাতা লিগে ইমামি ইস্টবেঙ্গলের পাশাপাশি লিগ জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল এই ফুটবল ক্লাব। পরবর্তীতে তৃতীয় ও দ্বিতীয় ডিভিশন আইলিগে চূড়ান্ত সাফল্য পায় বাংলার দল। যারফলে প্রথৎ ডিভিশন আইলিগ খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে ডায়মন্ড হারবার এফসি। তাই গতবারের তুলনায় দলকে আরও শক্তিশালী করাই প্রধান লক্ষ্য ম্যানেজমেন্টের। পূর্বে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের নিশ্চিত করেছে ডায়মন্ড হারবার।

চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। পরবর্তীতে নির্দিষ্ট সূচি অনুসারে আয়োজিত হবে দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইলিগ। এই সমস্ত টুর্নামেন্ট গুলিতেও ভালো ফল করতে মরিয়া অভিষেক ব্যানার্জির এই ফুটবল দল। এক্ষেত্রে দলের আক্রমণভাগের ধার বাড়াতে এবার এক ব্রাজিলিয়ান স্ট্রাইকারের খোঁজে ছিল কলকাতার এই শক্তিশালী ক্লাব। সপ্তাহ কয়েক আগে সেক্ষেত্রে তাঁরা চূড়ান্ত করেছে ক্লেটন দা সিলভেরাকে (Clayton da Silveira)।
একটা সময় ব্রাজিলের একাধিক ফুটবল ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি।

   

অনবদ্য পারফরম্যান্সের দরুন পরবর্তীতে মালয়েশিয়ার প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব পেরাক এফসিতে যুক্ত হয়েছিলেন এই ফরোয়ার্ড। সেখান থেকেই এবার যোগদান করেছেন ভারতের এই ফুটবল ক্লাবে। কিছুদিন আগেই এসে পৌঁছান কলকাতায়। তারপর যোগ দিয়েছেন দলের অনুশীলনে। সব ঠিকঠাক থাকলে ডুরান্ড কাপের শুরু থেকেই দলের জার্সিতে খেলতে দেখা যেতে পারে ক্লেটনকে। তাঁর আগেই গত শনিবার সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে এই ব্রাজিলিয়ান তারকার হাতে তুলে দেওয়া হয় ডায়মন্ড হারবার এফসির জার্সি।

Advertisements

সেই অনুযায়ী এই নয়া মরসুমে ‘৯’ নম্বর জার্সিতে খেলতে দেখা যেতে চলেছে এই দাপুটে ফুটবলার‌কে। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে দলের জার্সি নিয়ে আবেগঘন পোস্ট করেন এই তারকা। সেখানে তিনি লেখেন, ” ঈশ্বর সবকিছুর দায়িত্বে আছেন। আশা রাখি এটি একটি আশীর্বাদপূর্ণ এবং বিজয়ী মরসুম হবে‌। দলের জন্য নিজেকে মেলে ধরতে চাই।”