বিশ্বজুড়ে বিভিন্ন ধর্মের জনসংখ্যা নিয়ে সম্প্রতি একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ আন্তর্জাতিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার-এর (PEW)। PEW-এর রিপোর্টে জানানো হয়েছে, আগামী ২৫ বছরের মধ্যে ভারত হবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ। বর্তমানে এই জায়গায় রয়েছে ইন্দোনেশিয়া, তবে জনসংখ্যার বৃদ্ধির ধারা বজায় থাকলে ২০৫০ সালের মধ্যে ভারত শীর্ষে উঠে আসবে।
PEW-এর রিপোর্ট অনুযায়ী, ২০১০ থেকে ২০২০- এই ১০ বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা। এই জনসংখ্যা অন্য সমস্ত ধর্মের মোট জনসংখ্যার বৃদ্ধির চেয়েও বেশি। বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে ২০১০ সালে ছিল ২৩.৯ শতাংশ সেটাই ২০২০ সালে হয়েছে ২৫.৬ শতাংশ। এর কারণ হিসেবে দাবি করা হয়েছে, মুসলিমদের প্রজনন হার উচ্চ, সেখানে মৃত্যু হারের অনেকটাই কম। তবে এই সংখ্যায় ধর্মান্তকরণের ঘটনাও রয়েছে। যদিও তার পরিমাণ কম। মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গিয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। পিউ-এর রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা দাঁড়াবে ২.৮ মিলিয়ন।
পিউ’র রিপোর্টে বলা হয়েছে, ২০১০-২০ সময়কালে হিন্দু জনসংখ্যার বৃদ্ধি হয়েছে ১২%, যা মোট বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারের সমান। ২০২০ সালে হিন্দু জনসংখ্যা ছিল ১.২ বিলিয়ন, অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার ১৪.৯%। তবে আশ্চর্যের বিষয়, ভারতে হিন্দুদের অনুপাত কিছুটা কমে গেছে। ২০১০ সালে যেখানে ছিল ৮০%, সেটা ২০২০ সালে দাঁড়িয়েছে ৭৯%। সেখানে মুসলিমদের জনসংখ্যা ১৪.৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৫.২ শতাংশ। ১০ বছরে ভারতে মুসলিমদের জনসংখ্যা ৩.৫৬ কোটি বেড়েছে বলে জানিয়েছে PEW।
আন্তর্জাতিক সংস্থা PEW-এর রিপোর্টে অন্যান্য ধর্মের জনসংখ্যাও প্রকাশ করা হয়েছে। এই ১০ বছরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা ২.১৮ বিলিয়ন থেকে ২.৩ মিলিয়ন হয়েছে। অর্থাৎ ৩০.৬ শতাংশ থেকে কমে ২৮.৮ শতাংশ হয়েছে। বৌদ্ধ ধর্মে মানুষের জনসংখ্যা আগের চেয়ে অনেক কমেছে অনেকটাই।