এশিয়ার প্রাচীনতম ফুটবল (Football) প্রতিযোগিতা ডুরান্ড কাপের (Durand Cup 2025) জন্য কোমর বেঁধে মাঠে নামল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। শনিবার থেকে কোচ খালিদ জামিলের (Khalid Jamil) অধীনে শুরু হল প্রস্তুতি শিবির। এদিন ক্লাবের ফ্ল্যাটলেট ট্রেনিং সেন্টারে উপস্থিত ছিলেন দলের ১৩ জন ফুটবলার। উল্লেখ্য, সুপার কাপ ২০২৫ ফাইনালে পৌঁছেও গোয়ার কাছে পরাজিত হতে হয় তাদের। তারপর এদিন ছিল ইস্পাত নগরীর দলের প্রথম ট্রেনিং ক্যাম্প।
ডুরান্ড কাপের জন্য প্রথম দিনের প্রস্তুতি শিবিরে উপস্থিত ছিলেন আলবিনো গোমস, অমৃত গোপে, অয়ুষ জেনা, প্রতীক চৌধুরী, প্রনয় হালদার, কার্তিক চৌধুরী, সৌরভ দাস, মোবাশির রহমান, পুইয়া, শ্রীকুট্টন, নিখিল বার্লা, মহম্মদ সানান এবং ঋত্বিক দাস। এদের মধ্যে অনেকেই ক্লাবের চেনা মুখ। সুপার কাপের পরে দীর্ঘদিনের বিশ্রাম পেয়েছেন তারা। এবার নতুন মরসুমের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার পালা। ডুরান্ড কাপ শুধুই একটা টুর্নামেন্ট নয়, বরং গোটা মরসুমের প্রস্তুতির প্রথম ধাপ।
দলের অন্যতম ভরসা গোলকিপার আলবিনো গোমস, যিনি গত আইএসএলে দুর্দান্ত সেভ করে দলকে বহু ম্যাচে বাঁচিয়েছেন। ডুরান্ড কাপেও তাঁর উপস্থিতি গোললাইনে বড় ভরসা হতে চলেছে। আক্রমণে ঋত্বিক দাস দলে আগেও নিজের দক্ষতা দেখিয়েছেন। চোট থেকে ফিরে গত মরসুমে তিনি অসাধারণ ফর্মে ছিলেন। গতি, ড্রিবলিং এবং উইং থেকে গোল করার ক্ষমতাই তাঁকে আলাদা করে তুলেছে। দুরান্ড কাপেও দলের প্রধান আক্রমণভাগের দায়িত্ব থাকবে তাঁর কাঁধে।
ঝাড়খণ্ডের তরুণ ফুটবলার নিখিল বার্লা গত বছর থেকে দলে রয়েছেন। তাঁর মধ্যে রয়েছে গতি, চটপটানী এবং মাঠ জুড়ে খেলার ক্ষমতা। ডুরান্ড কাপ তাঁকে নিজের জায়গা পাকা করার একটা বড় সুযোগ দিতে পারে। দলের বাকি সদস্যদের মধ্যে কার্তিক, মোবাশির, প্রনয়, সৌরভের মতো খেলোয়াড়রা মাঝমাঠকে শক্তিশালী করার দায়িত্ব নেবেন। ডিফেন্সে প্রতীক ও অয়ুষকে ঘিরে গড়ে উঠবে দলের রক্ষণভাগ।
এবারের দুরান্ড কাপের গ্রুপ ‘সি’ তে খেলবে জামশেদপুর এফসি। ২৪ জুলাই তাদের প্রথম ম্যাচ নেপালের ত্রিভুবন আর্মি ফুটবল দলের বিরুদ্ধে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। ঘরের মাঠে খেলা হওয়ায় দল বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামতে পারবে।
দলের কোচিং স্টাফ এই টুর্নামেন্টকে বড় পরীক্ষার মঞ্চ হিসেবে দেখছেন। এখান থেকেই ঠিক হবে কে আসন্ন মরসুমে মূল দলে নিয়মিত জায়গা পাবে। ফিটনেস, ট্যাকটিকস ও খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই ভবিষ্যতের দল গঠন করা হবে।
২৯ জুলাই ভারতীয় সেনাবাহিনী ফুটবল টিমের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ, এরপর ৮ আগস্ট নবাগত লাদাখ এফসির বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ খেলা। তিনটি ম্যাচই হতে চলেছে চ্যালেঞ্জিং, তবে জামশেদপুরের লক্ষ্য থাকবে দুরান্ড কাপের ট্রফির দিকে।
Jamshedpur FC Set to Eyes Locked on Durand Cup 2025 under head coach Khalid Jamil