নয়া সিজনের জন্য জোরকদমে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনে ও এক্ষেত্রে যথেষ্ট বৈচিত্র্য দেখা দিয়েছে ম্যানেজমেন্টের তরফে। গতবারের ফুটবল দলের বেশকিছু তারকাকে দলে রাখার পাশাপাশি এবার যুক্ত করা হতে চলেছে আরও বেশকিছু হাইপ্রোফাইল তারকাকে। এবার সেই তালিকায় হয়তো যুক্ত হতে চলেছে অ্যান্ডি রদ্রিগেজের (Andy Rodríguez) নাম। বর্তমানে ক্লাবহীন থাকলেও ইতিমধ্যেই তাঁর সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছে জন আব্রাহামের ফুটবল ক্লাব। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো তাঁকে দলে টানার কথা জানিয়ে দেবে আইএসএলের এই ফুটবল দল।
গত মরসুমে এফসি কার্টেজেনার সঙ্গে যুক্ত ছিলেন এই স্প্যানিশ ফুটবলার। সেই দলের হয়ে খেলেছিলেন প্রায় তিরিশটির ও বেশি ম্যাচ। যার মধ্যে চারটি গোল এবং একটি অ্যাসিস্ট ও ছিল এই স্প্যানিশ ফুটবলারের। অর্থাৎ মাঝমাঠ সামাল দেওয়ার পাশাপাশি দলকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এই সমস্ত কিছু নজরে রেখেই এবার পঁয়ত্রিশ বছরের এই মিডফিল্ডারকে দলে টানতে চলেছে হুয়ান পেদ্রো বেনালির দল। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের মাঝমাঠকে। এছাড়াও ভারতীয় ফুটবলারদের সংমিশ্রণে আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে নর্থইস্ট ইউনাইটেড।
একটা সময় স্পেনের সবচেয়ে সফল ফুটবল দল তথা রিয়াল মাদ্রিদের যুব দল থেকে উঠে এসেছিলেন তিনি। পরবর্তীতে রিজার্ভ দলের হয়ে ও মাঠে নামতে দেখা গিয়েছিল রদ্রিগেজকে। পরবর্তীতে অ্যাথলেটিক লেভান্তের পাশাপাশি এসডি পনফার্ডিনা ও বার্গোস সিএফের হয়ে ও নিজের সেরাটা দিয়েছিলেন এই ফুটবলার। মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে অধিক পরিচিতি লাভ করলেও দলের প্রয়োজনে অ্যাটাকিং মিডে ও যথেষ্ট সক্রিয়তা দেখাতে পারেন তিনি। নিজের ক্যারিয়ারের অধিকাংশ সময় স্পেনে কাটালেও এবার হয়তো প্রথমবারের মতো ভারতবর্ষে খেলতে আসতে চলেছেন অ্যান্ডি রদ্রিগেজ।
ভারতীয় ফুটবল সার্কিটে নিজেকে আদৌ ও কতটা মেলে ধরতে পারেন এই হাইপ্রোফাইল ফুটবলার, এখন সেদিকেই নজর থাকবে সকল ফুটবলপ্রেমীদের। কিন্তু তিনি একানন। বিশেষ সূত্র মারফত খবর, সব ঠিকঠাক থাকলেও নর্থইস্ট ইউনাইটেডের জার্সিতে খেলতে দেখা যেতে পারে আরেক স্প্যানিশ ফুটবলারকে। তিনি জাইরো সাম্পেরিও।