EPFO দিচ্ছে ৮.২৫% সুদ, মাত্র ৫ ধাপে চেক করুন PF ব্যালান্স

নিয়মিতই আগস্ট বা সেপ্টেম্বর মাসে কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (EPF)-এর সুদের অর্থ তাদের অ্যাকাউন্টে জমা করা হয়। কিন্তু চলতি বছরে সেই প্রক্রিয়া অনেক আগেই সম্পন্ন হলো।…

EPFO Adds 15 New Banks

নিয়মিতই আগস্ট বা সেপ্টেম্বর মাসে কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (EPF)-এর সুদের অর্থ তাদের অ্যাকাউন্টে জমা করা হয়। কিন্তু চলতি বছরে সেই প্রক্রিয়া অনেক আগেই সম্পন্ন হলো। জুলাই মাসের শুরুতেই EPFO অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন কর্মীদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা দেওয়া শুরু করেছে, যা দুই থেকে তিন মাস আগেই সম্পন্ন হলো। এর ফলে সারা দেশের কোটি কোটি চাকরিজীবী উপকৃত হয়েছেন।

সরকার ঘোষিত হারে এই বছর ২০২৪-২৫ অর্থবছরের জন্য পিএফের সুদের হার ৮.২৫ শতাংশ ধরা হয়েছে। লেবার মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, মোট ৯৬.৫১ শতাংশ অ্যাকাউন্টে ইতিমধ্যেই এই সুদ জমা হয়ে গেছে। বাকি অ্যাকাউন্টগুলির প্রক্রিয়াও চলতি সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

   

মন্ত্রী পিটিআই-কে দেওয়া বিবৃতিতে বলেন, “এই বছর ১৩.৮৮ লাখ প্রতিষ্ঠান এবং ৩৩.৫৬ কোটি সদস্য অ্যাকাউন্টের বাৎসরিক আপডেশন করতে হয়েছে। ৮ জুলাই পর্যন্ত ১৩.৮৬ লাখ প্রতিষ্ঠান ও ৩২.৩৯ কোটি সদস্যের অ্যাকাউন্টে সুদ জমা হয়ে গেছে। বাকি অ্যাকাউন্টগুলিও এই সপ্তাহেই আপডেট হয়ে যাবে।”

অ্যাকাউন্টে সুদ জমা হওয়ার পর অনেকেই জানতে চাইছেন, কীভাবে দ্রুত নিজের পিএফ ব্যালান্স চেক করা যাবে? বর্তমানে EPFO ব্যালান্স চেকের জন্য পাঁচটি সহজ উপায় আছে।

কীভাবে EPF ব্যালান্স চেক করবেন?
১. UMANG অ্যাপের মাধ্যমে
প্রথমে UMANG অ্যাপটি ডাউনলোড করতে হবে। মোবাইল নম্বর এবং OTP দিয়ে লগইন করুন। এরপর EPFO সেকশন থেকে ‘View Passbook’ অপশনে যান। আপনার UAN এবং OTP দিয়ে লগইন করলে ব্যালান্স দেখতে পারবেন।

২. EPFO অফিসিয়াল ওয়েবসাইটে
epfindia.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘Services’ সেকশনে গিয়ে ‘For Employees’ অপশন সিলেক্ট করুন। সেখান থেকে ‘Member Passbook’-এ ক্লিক করুন। UAN এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই পাসবুক দেখতে পারবেন।

৩. মিসড কলের মাধ্যমে
নিবন্ধিত মোবাইল নম্বর থেকে ৯৯৬৬০৪৪৪২৫ নম্বরে মিসড কল দিন। কিছুক্ষণের মধ্যেই SMS-এর মাধ্যমে আপনার সর্বশেষ ব্যালান্সের তথ্য চলে আসবে।

Advertisements

৪. SMS-এর মাধ্যমে
নিবন্ধিত নম্বর থেকে EPFOHO <space> UAN <space> ENG লিখে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠান। এখানে ENG এর জায়গায় নিজের পছন্দের ভাষার কোডও দিতে পারেন যেমন HIN (হিন্দি), TAM (তামিল) ইত্যাদি।

৫. DigiLocker-এর মাধ্যমে
আপনার UAN নম্বর DigiLocker-এর সাথে লিঙ্ক করুন। তারপর DigiLocker অ্যাপ বা ওয়েবসাইট থেকে আপনার PF ব্যালান্স ও স্টেটমেন্ট দেখতে পারবেন।

২০২৫ সালে কীভাবে অনলাইনে PF টাকা তুলবেন?
১. EPFO UAN পোর্টাল দিয়ে
UAN মেম্বার পোর্টালে লগইন করুন। তারপর ‘Online Services’ থেকে ‘Claim (Form-31, 19, 10C)’ সিলেক্ট করুন। ব্যাংকের তথ্য দিয়ে, প্রয়োজনীয় কারণ নির্বাচন করে, Aadhaar OTP দিয়ে সাবমিট করুন।

২. UMANG অ্যাপের মাধ্যমে
EPFO সেকশনে গিয়ে ‘Raise Claim’ অপশন বেছে নিন। তারপর ফর্ম পূরণ করুন ও Aadhaar eKYC সম্পূর্ণ করুন।

কে কখন PF তুলতে পারবেন?
সম্পূর্ণ PF: ২ মাসের বেকার থাকার পর সম্পূর্ণ PF তোলা যায়।
আংশিক PF: মেডিকেল, বাড়ি তৈরি, বিবাহ ইত্যাদি বিশেষ প্রয়োজনের জন্য আংশিক টাকা তোলা যায়।
অ্যাডভান্স PF: চাকরি হারানোর পর ১ মাসের মধ্যে সর্বাধিক ৭৫% পর্যন্ত PF তোলা যেতে পারে।
প্রসেসিং টাইম:
সাধারণত ৫–১০ কার্যদিবসের মধ্যে টাকা অ্যাকাউন্টে চলে আসে। আবেদন ট্র্যাক করা যায় UMANG অ্যাপ বা EPFO ওয়েবসাইটের মাধ্যমে।

পিএফ তোলার ক্ষেত্রে কী কী বিষয় খেয়াল রাখবেন?
UAN নম্বর অবশ্যই অ্যাকটিভ রাখতে হবে ও KYC সম্পূর্ণ থাকতে হবে।
Aadhaar এবং PAN অবশ্যই EPF অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকতে হবে।
OTP-এর জন্য রেজিস্টার করা মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
চলতি বছর আগেভাগেই PF সুদের টাকা জমা হওয়ায় কোটি কোটি কর্মীর মুখে হাসি ফুটেছে। অনেকেই এই অর্থ দিয়ে ব্যক্তিগত জরুরি প্রয়োজনে, বিনিয়োগে বা সঞ্চয়ে কাজে লাগাতে পারবেন। সরকারের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বহু বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরাও। এবার আপনি ঘরে বসেই সহজেই নিজের PF ব্যালান্স চেক করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী টাকা তুলতেও পারবেন।