বঙ্গ বিজেপির অভ্যন্তরে গুঞ্জন গরম দিলীপ ঘোষ (Dilip Ghosh ) বৃদ্ধ বয়সে বিয়ের পর অতি নরম হয়ে গেছেন! দলীয় সাংগঠনিক পদ পাওয়া হল না দেখে তিনি এখন সাংবিধানিক পদ পেতে মরিয়া। জানা যাচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী হতে দরবার শুরু করেছেন তিনি। তবে দল তার আর্জি মানবে রাজ্য সভাপতির সবুজ সংকেত পেলে। সূত্রের খবর, নির্বাচনের আগে দলীয় নেতাদের নিয়ে কোনও গরম কথা নয় বরং নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর সঙ্গে হাত মিলিয়ে চলতে চান গরম থেকে নরম হয়ে যাওয়া দিলীপ ঘোষ।
সামাজিক মাধ্যমে শুক্রবার (১১ জুলাই) দিলীপ ঘোষ তার দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে একটি ছবি দিয়ে লিখেছেন, “শুধু আমি নয়, দলের সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছেন। সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছব। আপনি যা আদেশ করবেন আমরা তাই করব। আমি দলের একজন সাধারণ কর্মী। আপনার নেতৃত্বে লড়াই করতে আমরা তৈরি।”
দিলীপ ঘোষ আগেই বারবার বলেছেন, তিনি সংঘের আদর্শে মাঠে নেমে কাজ করেন। তবে গত লোকসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে বারবার দলীয় রাজ্য নেতৃত্বকে কটাক্ষ করেছেন বিস্তর। দাবি করেছিলেন, তার নেতৃত্বেই বিজেপি পশ্চিমবঙ্গে সর্বাধিক ভাল ফল করে প্রধান বিরোধী দল হয়েছে।
আদি বঙ্গ বিজেপি নেতৃত্ব সেই কটাক্ষের জবাবে বলেন, দিলীপ ঘোষের কোনও কৃতিত্ব ছিল না। সবই মোদী ক্যারিশ্মা। রাজ্যবাসী মোদীর উপর আস্থা রেখে বিপুল ভোট দিচ্ছেন।
প্রত্যুত্তরে গরম বার্তা দিয়ে দিলীপ ঘোষ বাংলায় নিজ দলের ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করে নেতৃত্বর ভূমিকায় সরব হয়েছিলেন। এর পাশাপাশি ইঙ্গিতে বলেছিলেন লোকসভা নির্বাচনে তাকে হারানোর জন্যই দলেই চক্রাম্ত হয়েছিল। উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী নাম তালিকায় দিলীপ ঘোষের নাম ছিল না। তীব্র বিতর্কের পর তাকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হয়। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত হন দিলীপ ঘোষ।
লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে দলীয় সাংগঠনিত বিষয়ে প্রথম দিকে সমালোচনা করলেও পরে নিজেকে গুটিয়ে নেন দিলীপ ঘোষ। আচমকা তার বিয়ে ঘিরে ফের চর্চায় আসেন। চর্চা আরো বাড়ে দিঘায় জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে। দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ।
লাগাতার বিতর্কে জড়িয়ে দিলীপ ঘোষ গরম ইমেজ ছেড়ে এখন নরম! তিনি বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে আপোশ করেছেন বলেই জানা গেছে। শমীক ভট্টাচার্য বলেছেন দিলীপ ঘোষকে দল নির্দিষ্ট কাজে ব্যবহার করবে।