Samsung Galaxy F36 5G স্মার্টফোন সুপার AMOLED স্ক্রিন ও OIS ক্যামেরা সহ আসছে , দাম নাগালেই

ভারতীয় বাজারে নতুন স্মার্টফোন Samsung Galaxy F36 5G শীঘ্রই লঞ্চ হতে চলেছে। Flipkart-এ ইতিমধ্যেই এই ফোনের টিজার পেজ লাইভ হয়েছে, যা থেকে স্পষ্ট যে লঞ্চ…

Samsung Galaxy F36 5G set to Launch

ভারতীয় বাজারে নতুন স্মার্টফোন Samsung Galaxy F36 5G শীঘ্রই লঞ্চ হতে চলেছে। Flipkart-এ ইতিমধ্যেই এই ফোনের টিজার পেজ লাইভ হয়েছে, যা থেকে স্পষ্ট যে লঞ্চ আর খুব বেশি দূরে নয়। Galaxy F সিরিজ বরাবরই এমন গ্রাহকদের লক্ষ্য করে তৈরি করা হয় যারা পারফরম্যান্স, ব্যাটারি এবং ক্যামেরায় কোনো রকমের আপস করতে চান না, অথচ বাজেটের মধ্যেই থাকতে চান। নতুন Galaxy F36 5G-তে Samsung-এর Exynos প্রসেসর, সুপার AMOLED ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি থাকছে বলে আশা করা যাচ্ছে।

Samsung Galaxy F36 5G: সম্ভাব্য লঞ্চ ও দাম

Flipkart টিজার অনুসারে, Samsung Galaxy F36 5G জুলাই মাসের তৃতীয় সপ্তাহে লঞ্চ হতে পারে। ফোনটির দাম ১৫,০০০ থেকে ১৮,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে, যার ফলে এটি মিড-রেঞ্জ ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় অপশন হতে চলেছে।

   

ফোনটিতে থাকতে পারে ৬.৬ ইঞ্চির Full HD+ Super AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এই হাই রিফ্রেশ রেট স্মুথ স্ক্রোলিং ও ভালো গেমিং অভিজ্ঞতা দেবে। এছাড়া, Eye Care মোডও থাকতে পারে, যা দীর্ঘ সময় ব্যবহারে চোখের আরাম নিশ্চিত করবে।

ChatGPT-কে কোণঠাসা করতে মাস্কের ‘Grok 4’ এল, বুদ্ধিমত্তায় PHD স্কলারকেও নাকি হার মানাবে!

ক্যামেরা বিভাগে থাকছে OIS-এর সাপোর্ট

ফটোগ্রাফি প্রেমীদের জন্য Galaxy F36 5G হতে পারে দারুণ একটি অপশন। এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকতে পারে, যা OIS অর্থাৎ Optical Image Stabilization-সহ আসবে। এর সঙ্গে থাকতে পারে ৫ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য থাকতে পারে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Advertisements

Samsung এই ফোনে তাদের নিজস্ব Exynos 1380 চিপসেট দিতে পারে, যা ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে এবং মাল্টিটাস্কিং, গেমিং ও ভিডিও এডিটিং-এর মতো হেভি টাস্ক সহজেই সামলাতে সক্ষম। ফোনটি ৬ জিবি ও ৮ জিবি RAM-এর সঙ্গে ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনে আসতে পারে। স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।

Galaxy F36 5G-তে থাকতে পারে ৬০০০ mAh-এর একটি বড় ব্যাটারি, যা দুই দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। এর সঙ্গে থাকবে ২৫W ফাস্ট চার্জিং সাপোর্ট। তবে চার্জারটি বক্সে থাকবে কিনা, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

ফোনটি Android 14 ভিত্তিক One UI 6.1-এ চলবে বলে ধারণা করা হচ্ছে। Samsung এই ফোনে ৪ বছরের Android OS আপডেট এবং ৫ বছরের সিকিউরিটি প্যাচ দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে। এছাড়া, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক এবং Samsung Knox সিকিউরিটি সিস্টেমও এতে অন্তর্ভুক্ত থাকতে পারে।

Samsung Galaxy F36 5G-এর লঞ্চ মানে হল, মিড-রেঞ্জ সেগমেন্টে Samsung তাদের অবস্থান আরও মজবুত করতে চলেছে। Super AMOLED স্ক্রিন, OIS ক্যামেরা, ৫জি সাপোর্ট এবং শক্তিশালী ব্যাটারির মতো ফিচার নিয়ে এটি বাজারে অন্যান্য ব্র্যান্ডের ফোনের সঙ্গে কড়া প্রতিযোগিতা করবে বলে আশা করা যায়।