শেষমেশ কাটতে শুরু করেছে এশিয়া কাপ (Asian Cup 2025) নিয়ে সংশয়ের ঘনঘটা। সীমান্ত উত্তেজনার আবহে ভারত-পাকিস্তান (Indian Cricket Team vs Pakistan) ম্যাচ আদৌ হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে এখন যা পরিস্থিতি, তাতে ক্রিকেটভক্তদের জন্য সুখবর। আগামী ৫ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহিতে (UAE) শুরু হতে পারে এশিয়া কাপ।সম্ভাব্য সূচি অনুযায়ী ৭ সেপ্টেম্বর হতে পারে বহু প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তান ম্যাচ।
সীমান্ত সংঘর্ষের জেরে কিছুদিন আগেই প্রশ্ন উঠেছিল, ভারত কি পাকিস্তানের বিরুদ্ধে খেলবে? যদি ভারত খেলতে অস্বীকার করে, তাহলে গোটা এশিয়া কাপই অনিশ্চিত হয়ে পড়ে। কারণ ভারতের অনুপস্থিতিতে টুর্নামেন্টের গুরুত্ব অনেকটাই কমে যাবে। একথা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এখন যা খবর, তাতে বোঝা যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) মধ্যে আলোচনার পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, আরব আমিরশাহিতে এবার টুর্নামেন্ট আয়োজনের দিকেই এগোচ্ছে ACC। প্রাথমিক সূচি অনুসারে ৫ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। আর সেই মঞ্চেই ৭ সেপ্টেম্বর হতে পারে ভারত-পাক মহারণ। যদিও এখনও পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। সবকিছুই আলোচনার স্তরে রয়েছে।
এই প্রসঙ্গে বলা দরকার, আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ বৈঠক। তবে সেই বৈঠক আদৌ নির্ধারিত দিনে হবে কি না, সেটিও নিশ্চিত নয়। যদি বৈঠক ঠিক সময়ে হয়, সেখানেই এশিয়া কাপের চূড়ান্ত সূচি এবং ভেন্যু নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অবশ্য, যদি শেষ মুহূর্তে এশিয়া কাপ বাতিল হয়, তার জন্যও বিকল্প পরিকল্পনা তৈরি রয়েছে। সেই সময় উইন্ডোতে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করার পরিকল্পনা করছে BCCI। সেই সিরিজে কোন কোন দেশ অংশ নেবে, তা এখনও জানা যায়নি। তবে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বলে খবর।
এদিকে, ভারতীয় দলের আগস্টে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল। সেই সফরে একদিনের ক্রিকেট ও একটি টি-টোয়েন্টি সিরিজ নির্ধারিত ছিল। তবে বিসিসিআই সেই সফর আপাতত স্থগিত করেছে। বদলে অন্য কোনও দেশের সঙ্গে সিরিজ আয়োজনের জন্য আলোচনা শুরু করেছে বোর্ড।
সূত্র বলছে, শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা বেশ খানিকটা এগিয়েছে। কারণ আগস্ট মাসে বেশিরভাগ দলই বিশ্রামে থাকে বা তাদের ঘরোয়া লিগে ব্যস্ত থাকে। সেই জায়গায় শ্রীলঙ্কা একটি সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে পারে। যদি চূড়ান্ত হয়, তাহলে ভারতীয় দল তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে খেলবে শ্রীলঙ্কার মাটিতে।
সব মিলিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই অনেক কিছুর পরিষ্কার ছবি উঠে আসবে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এখন তাকিয়ে আছেন ২৪ জুলাইয়ের দিকেই। সেদিনের ACC বৈঠকই ঠিক করে দেবে, আদৌ ভারত-পাক মহারণ হবে কি না? আর এশিয়া কাপ কবে, কোথায়, কীভাবে আয়োজিত হবে।
যদি ভারত-পাকি ম্যাচ ৭ সেপ্টেম্বর হয়, তাহলে সেটা যে এক ঐতিহাসিক লড়াই হয়ে উঠবে, তা বলাই বাহুল্য। গত কয়েক বছরে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায়, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় দ্বৈরথ এখন শুধুই আইসিসি টুর্নামেন্ট কিংবা এশিয়া কাপে সীমাবদ্ধ। তাই প্রতিটি ম্যাচ ঘিরেই উন্মাদনা থাকে তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম হবে না।
ক্রিকেট বিশ্ব এখন অপেক্ষা করছে চূড়ান্ত ঘোষণার। আর যদি সব ঠিকঠাক চলে, তাহলে এবছরের সেপ্টেম্বর মাস ভারতীয় উপমহাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য হতে চলেছে এক রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা।
Asian Cup 2025 Indian Cricket Team vs Pakistan likely on September 7 in UAE amid tension