Tata Curvv EV ও Nexon EV-র এই মডেলে আজীবন ব্যাটারি ওয়ারেন্টি, ক্রেতা টানতে টাটার দারুণ প্ল্যান

ভারতের অন্যতম জনপ্রিয় ইভি প্রস্তুতকারক Tata Motors এবার তাদের Tata Curvv EV ও Nexon EV-র ৪৫ কিলোওয়াট আওয়ার মডেলগুলিতে আজীবন হাই-ভোল্টেজ (HV) ব্যাটারি ওয়ারেন্টি চালু…

Tata Curvv EV & Nexon EV 45 kWh now get lifetime battery warranty

ভারতের অন্যতম জনপ্রিয় ইভি প্রস্তুতকারক Tata Motors এবার তাদের Tata Curvv EV ও Nexon EV-র ৪৫ কিলোওয়াট আওয়ার মডেলগুলিতে আজীবন হাই-ভোল্টেজ (HV) ব্যাটারি ওয়ারেন্টি চালু করল। এই ওয়ারেন্টি পূর্বে Tata Harrier EV-তে চালু হওয়ার পর ব্যাপক সাড়া ফেলেছিল, আর সেই সাফল্যের ধারাবাহিকতায়ই এবার আরও দুই গুরুত্বপূর্ণ মডেলে এটি চালু করা হল। এই সিদ্ধান্ত গ্রাহকদের মনে দীর্ঘমেয়াদি ভরসা সৃষ্টি করবে বলে মনে করছে সংস্থা।

Tata Curvv EV ব্যাটারি বিকল্প ও রেঞ্জ

Tata Curvv EV দুটি ব্যাটারি প্যাক বিকল্পে পাওয়া যাবে – ৪৫ কিলোওয়াট ঘণ্টা ও ৫৫ কিলোওয়াট ঘণ্টা। MIDC অনুযায়ী, ৪৫ কিলোওয়াট ঘণ্টা ব্যাটারিতে এক চার্জে ৪৩০ কিমি এবং ৫৫ কিলোওয়াট ঘণ্টা ব্যাটারিতে ৫০২ কিমি পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে। বাস্তবজগতে (C75 রেটিং অনুযায়ী) এই রেঞ্জ হবে যথাক্রমে ৩৩০–৩৫০ কিমি ও ৪০০–৪২৫ কিমি।

   

এবার পুজোয় ভারতে আসছে VLF Mobster স্কুটার, থাকছে ইনবিল্ট ড্যাশক্যাম

Nexon EV 45 kWh-এর জন্যও আজীবন ওয়ারেন্টি

Nexon EV মডেলটি বর্তমানে ৩০ কিলোওয়াট ঘণ্টা ও ৪৫ কিলোওয়াট ঘণ্টা এই দুটি ব্যাটারি বিকল্পে উপলব্ধ। নতুন আজীবন ব্যাটারি ওয়ারেন্টি শুধুমাত্র ৪৫ কিলোওয়াট ঘণ্টা ভ্যারিয়েন্টের জন্য প্রযোজ্য। এই ভ্যারিয়েন্ট এক চার্জে ৪৮৯ কিমি (MIDC অনুযায়ী) রেঞ্জ দেয়, আর বাস্তব রেঞ্জ ৩৫০–৩৭৫ কিমি। অন্যদিকে, ৩০ কিলোওয়াট ঘণ্টা Nexon EV-এর জন্য ৮ বছর বা ১.৬ লক্ষ কিমি (যেটি আগে আসে) ওয়ারেন্টি থাকছে এবং এতে ২৭৫ কিমি MIDC রেঞ্জ ও বাস্তবে ২১০–২৩০ কিমি রেঞ্জ পাওয়া যায়।

Advertisements

Tata Passenger Electric Mobility Ltd.-এর চিফ কমার্শিয়াল অফিসার বিবেক শ্রীবাস্তা জানিয়েছেন, “ভারতে ইভি প্রযুক্তিকে আরও জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে আমরা একটি বড় ভূমিকা পালন করছি। আজীবন ব্যাটারি ওয়ারেন্টি গ্রাহকদের মধ্যে আত্মবিশ্বাস ও নির্ভরতার বার্তা দিচ্ছে। এটি ইভি মালিকদের জন্য নিঃসন্দেহে ভবিষ্যৎমুখী ও দুশ্চিন্তাহীন মালিকানার একটি পথ খুলে দিচ্ছে।”

এই ব্যাটারি ওয়ারেন্টি গাড়ির ১৫ বছরের আয়ুষ্কাল পর্যন্ত প্রযোজ্য এবং সমস্ত ব্যক্তিগত গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে। শুধু নতুন নয়, যেসব গ্রাহক ইতিমধ্যেই Tata Curvv EV ও Nexon EV 45 kWh কিনেছেন (প্রথম রেজিস্টার্ড মালিক), তারাও এই সুবিধা পাবেন। এটি শুধু মালিকানা নিরাপদ করবে না, বরং ভবিষ্যতে গাড়ির পুনর্বিক্রয়মূল্য বাড়াবে বলেও মনে করা হচ্ছে।

Tata Motors এই দুটি মডেলের জন্য বিদ্যমান ইভি গ্রাহকদের জন্য ₹৫০,০০০ মূল্যের এক্সক্লুসিভ লয়ালটি বেনিফিটও ঘোষণা করেছে। সংস্থার দাবি, ১০ বছরে এই গাড়িগুলোর মাধ্যমে গড়পড়তা ₹৮–৯ লক্ষ টাকা পর্যন্ত জ্বালানির খরচ বাঁচানো সম্ভব হবে, যা একটি বড় সাশ্রয়ের দিক। প্রসঙ্গত, Tata-এর এই পদক্ষেপ দেশের ইভি মার্কেটে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রমাণ দিচ্ছে এবং ইভি গ্রহণযোগ্যতাকেও অনেকটাই বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে।