বাইক ট্যাক্সিতে বড় ব্যাগের উপর কড়া নিষেধাজ্ঞা পরিবহণ দফতরের

অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সি পরিষেবার যাত্রীদের জন্য এবার বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর (Transport Department)। যাত্রীদের নিরাপত্তা এবং সড়ক দুর্ঘটনা এড়াতে বাইকে বহনযোগ্য ব্যাগের…

বাইক ট্যাক্সিতে বড় ব্যাগের উপর কড়া নিষেধাজ্ঞা পরিবহণ দফতরের

অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সি পরিষেবার যাত্রীদের জন্য এবার বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর (Transport Department)। যাত্রীদের নিরাপত্তা এবং সড়ক দুর্ঘটনা এড়াতে বাইকে বহনযোগ্য ব্যাগের ওজন ও মাপ নির্ধারণ করে দেওয়া হল। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কোনও যাত্রী বাইক ট্যাক্সিতে সর্বোচ্চ ১০ কেজি ওজনের ব্যাগ নিয়ে চলাফেরা করতে পারবেন। সেই সঙ্গে ব্যাগের দৈর্ঘ্য ৩৬ সেন্টিমিটারের মধ্যে রাখতে হবে।

নিয়ম শুধু ওজনেই নয়, ব্যাগের ধরনেও কড়াকড়ি করা হয়েছে। যদি কোনও যাত্রী ব্যাগটিকে বাইকের দু’পাশে ঝুলিয়ে নিতে চান, সেক্ষেত্রে প্রতিটি দিকের ঝুলন্ত অংশ ১৫ সেন্টিমিটারের বেশি হতে পারবে না। এই নিয়ম ভাঙলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও পরিবহণ দফতর (Transport Department) জানিয়ে দিয়েছে।

   

পরিবহণ দফতরের (Transport Department) এক আধিকারিক জানিয়েছেন, অনেক সময় যাত্রীরা বড় ব্যাগ নিয়ে বাইকে ওঠেন, যা দু’পাশে ঝুলে পড়ে। এতে শুধু বাইকের ভারসাম্য নষ্ট হয় না, পাশ দিয়ে চলা অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও তৈরি হয়। বিশেষ করে শহরের ব্যস্ত রাস্তায় এ ধরনের পরিস্থিতি ঘন ঘন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

এছাড়া, সমস্ত বাইক ট্যাক্সিকে বাধ্যতামূলকভাবে হলুদ রঙের নম্বর প্লেট ব্যবহার করতে হবে। যে সব বাইক এই নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

পরিবহণ আধিকারিক প্রদীপ মজুমদার (উত্তর ২৪ পরগনা) জানান, “মানুষের সুরক্ষাই আমাদের প্রথম লক্ষ্য। নতুন নিয়মের মাধ্যমে আমরা দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমাতে পারব। শুধুমাত্র কলকাতা নয়, জেলাগুলিতেও এই নির্দেশ কার্যকর করা হবে।”

Advertisements

প্রায়শই দেখা যায়, অ্যাপের মাধ্যমে বাইক বুক করার পরে যাত্রীরা বিশাল আকারের লাগেজ নিয়ে দাঁড়ান। চালক আপত্তি জানালেও অনেক সময় যাত্রীরা তা মানতে চান না। ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। নতুন নিয়ম চালু হলে এ ধরনের ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হওয়ার আগেই পরিবহণ দফতর রাজ্যের সমস্ত জেলা দফতরে এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে এই নতুন নিয়ম সম্পর্কে সচেতন করতে প্রশাসনকে প্রচার চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

সবমিলিয়ে, বাইক ট্যাক্সিতে যাত্রী এবং চালক— উভয়ের নিরাপত্তার কথা মাথায় রেখেই রাজ্যের এই কড়া সিদ্ধান্ত। পরিবহণ দফতরের আশা, এই নিয়ম বাস্তবায়িত হলে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমবে এবং রাস্তার শৃঙ্খলা বজায় থাকবে।