টসে স্টোকসের হ্যাটট্রিক, বুমরাহ-আকাশ দীপকে সঙ্গী করে চ্যালেঞ্জ গিলের

লর্ডস টেস্টের (Lords Test)শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এল টস। ইংল্যান্ড (England) অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) এবারও টস জিতলেন। ভারতের (India) নতুন টেস্ট অধিনায়ক…

England announce unchanged playing XI for Edgbaston Test against Indian Cricket Team

লর্ডস টেস্টের (Lords Test)শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এল টস। ইংল্যান্ড (England) অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) এবারও টস জিতলেন। ভারতের (India) নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) এখনও পর্যন্ত একটি টসও জিততে পারেননি। টস ভাগ্যে পিছিয়ে থাকলেও তার নেতৃত্বে ভারত কিন্তু মাঠে দারুণভাবে ফিরেছে, বিশেষ করে এজবাস্টনের ৩৩৬ রানের জয়ের পর।

১০ জুলাই লর্ডসে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্ট শুরু। সিরিজ এখন ১-১ সমতায়। গুরুত্বপূর্ণ এই টেস্টে টস ছিল কৌশলগত দিক থেকে বড় ফ্যাক্টর। লর্ডসের পিচে ঘাস রয়েছে, তলার দিকে সামান্য আদ্রতাও, যার সুবিধা পেতে পারে ফাস্ট বোলাররা। তবুও টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস। তার মানে, ইংল্যান্ড ব্যাট হাতে নামছে প্রথম ইনিংসে।

   

লর্ডসে স্বপ্নপূরণ পথে গিল, পাশে বিরাট-রোহিত জুটি!

টসের পর বেন স্টোকস বলেন, “পিচে গতি ও বাউন্স আছে, তবে সূর্য উঠলে ব্যাটিং সহজ হবে। আমাদের ব্যাটসম্যানদের জন্য এটাই ভালো সময়, চাপ মুক্ত হয়ে বড় রান তোলার সুযোগ।”

লর্ডসের পিচ নিয়ে বিশ্লেষক দীপ দাসগুপ্ত আগেই বলেছিলেন, “সকালের ঘাস ও স্লোপ ফাস্ট বোলারদের সহায় হবে। কিন্তু দিনের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটিং সহজ হতে পারে।” ইংল্যান্ড সেটা বিবেচনায় নিয়েই ব্যাটিংকে বেছে নিল বলেই ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, টানা তৃতীয় টস হেরে হতাশ হলেও ভারতীয় অধিনায়ক শুভমন গিল আত্মবিশ্বাসী। তিনি বলেন, “টস জয় অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমরা এজবাস্টনে টস হেরে জিতেছি। বোলাররা দুর্দান্ত বল করছে। আজ বুমরাহ ফিরছে, আকাশ দীপ ফর্মে আছে। এই কন্ডিশনে আমরাও তৈরি।”

Advertisements

ভারতের একাদশ (লর্ডস টেস্ট): যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, করুণ নায়ার, শুভমন গিল, ঋষভ পন্থ, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশদীপ, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ

ইংল্যান্ডের একাদশ (লর্ডস টেস্ট): জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, শোয়েব বশির

টস নিয়ে এখন রীতিমতো আলোচনার ঝড়। স্টোকসের এই ধারাবাহিক টস জয় কি ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দেবে? নাকি শুভমন গিলের ‘টস হীন জয়’ ট্রেন্ড বজায় থাকবে?

Ben Stokes won the toss for England and chose to bat first against India in Lords Test